বিশ্বজিৎ দত্ত : [২] রোববার(১৮জুলাই) কর্মকর্তাদের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি সাক্ষর অনুষ্ঠানে অনলাইন ভাষণে তিনি এই প্রশংসা করেন।
[৩] এসময় প্রধানমন্ত্রী বলেন, অর্থসচিব করোনার প্রণোদণার অর্থ যোগানে কোন কার্পন্য করেননি। যখন যা চেয়েছি তিনি তা দিয়েছেন। কখনো না বলেননি। উনার আন্তরিকতা ছিল সব বিষয়েই। তিনি বিশেষ দক্ষতার সঙ্গে করোনাকালীন অর্থ ও প্রণোদানার ব্যবস্থা করেছেন। দেশের মানুষের জন্যইতো করতে হবে। সেখানে কৃপনতার কোনো স্থান নাই।
[৪] আগে বিশেষ করে ১৯৯৬ সালে অর্থমন্ত্রণালয় থেকে বরাদ্দ পেতে অনেক সমস্যা হতো। পরে প্রধানমন্ত্রী আব্দুর রউফ তালুকদারের নাম উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান।