শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুরু না হতেই বিতর্কিত টোকিও অলিম্পিক

স্পোর্টস ডেস্ক : [২] নানান নেতিবাচক ঘটনায় খবরের শিরোনামে আসছে টোকিও অলিম্পিক। ভিলেজে প্রথম করোনাভাইরাস শনাক্ত ও ভিলেজ থেকে এক ক্রীড়াবিদের পলায়নের পর এবার বর্ণবাদের অভিযোগ করল জার্মানির অলিম্পিক দল।

[৩] শনিবার (১৭ জুলাই) হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানির অলিম্পিক দল। কিন্তু ম্যাচটি শেষ হওয়ার ৫ মিনিট বাকি থাকতে বর্ণবাদের শিকার হওয়ায় মাঠ ছেড়ে বেরিয়ে গেছে তারা। দলের ২৩ বছর বয়সী ডিফেন্ডার জর্ডান তুনারিগা বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ জার্মান দলের। ওয়াকাইয়ামার দর্শকশূন্য মাঠে পুরো বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে দেখছে হন্ডুরাস জাতীয় ফুটবল দল।
ম্যাচের ৫ মিনিট বাকি থাকতেই খেলা বন্ধ হওয়ার সময় স্কোরলাইন ছিল ১-১।

[৪] এ ঘটনা জানিয়ে জার্মান ফুটবল দলের অফিসিয়াল টুইটার প্রোফাইলে লেখা হয়েছে, ১-১ স্কোরলাইনে নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট আগে ম্যাচ শেষ হয়েছে। জর্ডান তুনারিগা বর্ণবাদের শিকার হওয়ার পর জার্মানির খেলোয়াড়রা মাঠ ত্যাগ করে।

[৫] জার্মান দলের পক্ষ থেকে বলা হয়েছে যে, হন্ডুরাসের কোনো খেলোয়াড় সেই বর্ণবাদী মন্তব্য করেছেন। এ বিষয়ে দলের কোচ স্টেফান কুঞ্জ বলেছেন, আমাদের একজন খেলোয়াড় বর্ণবাদের শিকার হওয়ার পর খেলা চালিয়ে যাওয়ার কোনো মানে নেই।

[৬] তিনি আরও বিস্তারিত জানিয়ে বলেন, মাঠের খেলার কথা বললে, দুই দলই উচ্চমানের খেলা উপহার দিয়েছে। কিন্তু ম্যাচের শেষদিকে আমি ভাবছিলাম, জর্ডানের সঙ্গে কী হলো? কয়েক মিনিট বাকি থাকতে একটা বাদানুবাদের মতো দেখা দেয়। আমি তখন জর্ডানকে খুবই হতাশ দেখতে পাই। কারণ তাকে দ্বিতীয়বারের মতো বর্ণবাদী মন্তব্য শুনতে হলো।

[৭] তবে কিছুক্ষণ পরেই হন্ডুরাসের সব খেলোয়াড় এসে জর্ডানের কাছে দুঃখপ্রকাশ করেছেম বলে জানালেন কুঞ্জ। পাশাপাশি সতীর্থরা মিলে হাসি-কৌতুক করে জর্ডানের মন ভালো রাখার চেষ্টা করেন। সবমিলিয়ে জর্ডান এখন স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন দলের কোচ।

[৮] এ বিষয়ে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে হন্ডুরাস দলের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাচটি ৮৭ মিনিটের সময় বন্ধ হয়ে গেছে কারণ জার্মানির এক খেলোয়াড় বর্ণবাদী মন্তব্যের অভিযোগ করেছেন। পুরো বিষয়টি মাঠের মধ্যে ভুল বোঝাবুঝি হিসেবে দেখছে হন্ডুরাস ফুটবল দল। - বার্লিন স্পোর্টস/ অধিকার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়