শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে টিকার যোগান বাড়লে বাংলাদেশে সরবরাহ করা হবে: হাইকমিশনার

তৌহিদুর রহমান: [২] বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আসলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, যদি ভারতে করোনাভাইরাসের টিকার জোগান বেড়ে থাকে, তাহলে বাংলাদেশকেও টিকা দেওয়া সম্ভব হবে। টিকার বিষয়টি পরীক্ষা করে দেখতেই ভারতে যাচ্ছেন তিনি। রোববার সকাল আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

[৩] বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী টিকা সরবরাহের বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, টিকা সরবরাহের অবস্থা কী, সেটি জানার জন্যই তিনি ভারতে যাচ্ছেন। যদি ভারতে জোগান বেড়ে থাকে, তাহলে চেষ্টা থাকবে দ্রুত বাংলাদেশকে টিকা দেওয়ার।আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ করোনাভাইরাসের কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে বলে উল্লেখ করেন বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, রেলপথের নির্মাণকাজ ডিসেম্বর নাগাদ শেষ হয়ে যাবে। ভারতীয় হাইকমিশনার বলেন, আশুগঞ্জ-আখাউড়া চার লেন প্রকল্পের কাজ চলছে।

[৪] ভূমি অধিগ্রহণ হয়েছে। চার লেন প্রকল্পের কাজ শেষ করতে এক বছর সময় লাগবে। বিক্রম দোরাইস্বামী আজ সকালে আখাউড়া স্থলবন্দরে পৌঁছালে তাঁকে শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়