শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে টিকার যোগান বাড়লে বাংলাদেশে সরবরাহ করা হবে: হাইকমিশনার

তৌহিদুর রহমান: [২] বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আসলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, যদি ভারতে করোনাভাইরাসের টিকার জোগান বেড়ে থাকে, তাহলে বাংলাদেশকেও টিকা দেওয়া সম্ভব হবে। টিকার বিষয়টি পরীক্ষা করে দেখতেই ভারতে যাচ্ছেন তিনি। রোববার সকাল আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

[৩] বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী টিকা সরবরাহের বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, টিকা সরবরাহের অবস্থা কী, সেটি জানার জন্যই তিনি ভারতে যাচ্ছেন। যদি ভারতে জোগান বেড়ে থাকে, তাহলে চেষ্টা থাকবে দ্রুত বাংলাদেশকে টিকা দেওয়ার।আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ করোনাভাইরাসের কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে বলে উল্লেখ করেন বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, রেলপথের নির্মাণকাজ ডিসেম্বর নাগাদ শেষ হয়ে যাবে। ভারতীয় হাইকমিশনার বলেন, আশুগঞ্জ-আখাউড়া চার লেন প্রকল্পের কাজ চলছে।

[৪] ভূমি অধিগ্রহণ হয়েছে। চার লেন প্রকল্পের কাজ শেষ করতে এক বছর সময় লাগবে। বিক্রম দোরাইস্বামী আজ সকালে আখাউড়া স্থলবন্দরে পৌঁছালে তাঁকে শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়