শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৭:২৯ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ খারিজ করলেন স্প্যানিশ আদালত

স্পোর্টস ডেস্ক : [২] ২০১২-১৩ মওসুমে ৬৯ ম্যাচ খেলে অবিশ্বাস্য ৯১টি গোল করেছিলেন লিওনেল মেসি। ওটাই এখনও পর্যন্ত তার সেরা সময় হিসেবে ধরা হতো। কিন্তু না, তার চেয়েও ভাল সময় এখন কাটাচ্ছেন আর্জেন্টিনীয় মহাতারকা। কেরিয়ারের অধরা মাধুরী ছিল যা, সেই দেশের জার্সিতে বড় টুর্নামেন্টও অবশেষে জিতে ফেলেছেন তিনি। এরপর বার্সেলোনার সঙ্গে আবার পাঁচ বছরের চুক্তি মোটামুটি নিশ্চিত। এর পর এল আরও এক সুখবর। মেসির বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপ এবং জালিয়াতির অভিযোগ খারিজ করে দিলো স্পেনের আদালত। পরিবার নিয়ে মায়ামি সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন মেসি। এই খবর যেন তার ছুটির মজা বাড়িয়ে দেবে শতগুণে।

[৩] ২০২০ সালে ফেদেরিকো রেত্তোরি নামক স্পেনের বাসিন্দা এক আর্জেন্টিনীয় মেসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ করেন। রেত্তোরির দাবি ছিল, তিনি মেসির স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। অভিযোগ ছিল, মেসির সংস্থা যে অর্থ পেত তা সরাসরি দান করে দেওয়াই দস্তুর। কিন্তু তা হয়নি। অনুদান পাওয়া অর্থ ব্যাঙ্কে ঢুকত কিংবা মেসির ব্যক্তিগত কাজে খরচ হত বলে অভিযোগ করেছিলেন রেত্তোরি। কিন্তু এই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

[৪] রেত্তোরিও প্রামাণস্বরূপ কোনও নথি দেখাতে পারেননি। স্পেনের আদালত অভিযোগ খারিজ করে দেয়। প্রসঙ্গত, ২০১৯ সালেও একই অভিযোগ করেছিলেন রেত্তোরি। সেবারেও পাত্তা পাননি। এমনকী রেত্তোরি যে মেসির সংস্থায় কাজ করতেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়