শিরোনাম
◈ হাসিনা রায়ের খুশিতে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ: বাবুগঞ্জে ছাত্রদল নেতার মৃত্যু ◈ হাসিনা রায়ের পর ভাইরাল ভিডিও নিয়ে হুম্মাম: ‘বাবা বলেছিলেন, পুরো দেশেরও একই বিশ্বাস ছিল’ ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরৎ দিবে ভারত? কী আছে চুক্তিতে ◈ উগান্ডা‌কে হা‌রি‌য়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা ◈ বর্ণিল আয়োজনে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধন হ‌লো ◈ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত ◈ ‘ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে ফেরত দেবে না’ ◈ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন ◈ এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে: সালাউদ্দিন কাদেরের সেই বক্তব্য ভাইরাল (ভিডিও) ◈ শেখ হাসিনাকে কোন অভিযোগে কী সাজা দেওয়া হয়েছে

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০৭:২৯ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ খারিজ করলেন স্প্যানিশ আদালত

স্পোর্টস ডেস্ক : [২] ২০১২-১৩ মওসুমে ৬৯ ম্যাচ খেলে অবিশ্বাস্য ৯১টি গোল করেছিলেন লিওনেল মেসি। ওটাই এখনও পর্যন্ত তার সেরা সময় হিসেবে ধরা হতো। কিন্তু না, তার চেয়েও ভাল সময় এখন কাটাচ্ছেন আর্জেন্টিনীয় মহাতারকা। কেরিয়ারের অধরা মাধুরী ছিল যা, সেই দেশের জার্সিতে বড় টুর্নামেন্টও অবশেষে জিতে ফেলেছেন তিনি। এরপর বার্সেলোনার সঙ্গে আবার পাঁচ বছরের চুক্তি মোটামুটি নিশ্চিত। এর পর এল আরও এক সুখবর। মেসির বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপ এবং জালিয়াতির অভিযোগ খারিজ করে দিলো স্পেনের আদালত। পরিবার নিয়ে মায়ামি সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন মেসি। এই খবর যেন তার ছুটির মজা বাড়িয়ে দেবে শতগুণে।

[৩] ২০২০ সালে ফেদেরিকো রেত্তোরি নামক স্পেনের বাসিন্দা এক আর্জেন্টিনীয় মেসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ করেন। রেত্তোরির দাবি ছিল, তিনি মেসির স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। অভিযোগ ছিল, মেসির সংস্থা যে অর্থ পেত তা সরাসরি দান করে দেওয়াই দস্তুর। কিন্তু তা হয়নি। অনুদান পাওয়া অর্থ ব্যাঙ্কে ঢুকত কিংবা মেসির ব্যক্তিগত কাজে খরচ হত বলে অভিযোগ করেছিলেন রেত্তোরি। কিন্তু এই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

[৪] রেত্তোরিও প্রামাণস্বরূপ কোনও নথি দেখাতে পারেননি। স্পেনের আদালত অভিযোগ খারিজ করে দেয়। প্রসঙ্গত, ২০১৯ সালেও একই অভিযোগ করেছিলেন রেত্তোরি। সেবারেও পাত্তা পাননি। এমনকী রেত্তোরি যে মেসির সংস্থায় কাজ করতেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়