সাকিবুল আলম: [২] প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি টুইটবার্তায় সমবেদনার পাশাপাশি প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দেয়া হয়েছে। এনডিটিভি
[৩] মধ্য প্রদেশের বিদিশা জেলার লাল পাতার নামক গ্রামে একটি কুয়াতে ৩০ জন পড়ে গিয়েছিলো। গত মঙ্গলবার রাতে কুয়াতে সেই গ্রামের একটি শিশু পড়ে যায়। তাকে উদ্ধার করার জন্য পুলিশ ট্র্যাক্টর সহযোগে একটি অভিযান পরিচালনা করে। এ উদ্ধার অভিযান দেখতে ভীড় জমায় ৪০ জনেরও বেশি গ্রামবাসী। কুয়াটির সীমানা প্রাচীর ভেঙে গেলে ৩০ জন কুয়াতে পড়ে যায়। পড়ে যাওয়া ৩০ জনের মধ্যে ১৯ জনকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে। হিন্দুসতান টাইমস
[৪] মুখ্য মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, আক্রান্ত পরিবারগুলোকে ভবিষ্যতে যথাসম্ভব সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
[৫] চলমান উদ্ধারকাজ সরেজমিনে পর্যবেক্ষণ করছেন স্টেট মন্ত্রী বিশ্বাস সারেং এবং গোবিন্দ সিং রাজপুত। সম্পাদনা : রাশিদ