শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে লবণ ভর্তি ড্রাম ট্রাক উল্টে নিহত ২

মোতাহার খান : [২] গাজীপুরের শ্রীপুরে কেমিক্যাল কারখানার ট্রাক উল্টে ড্রাইভারসহ দুই অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। এসময় আরো তিনজন গুরুতর আহত হয়েছে।

[৩] শনিবার(১৭জুলাই)সকালে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দূঘর্টনা ঘটে।

[৪] প্রত্যক্ষদর্শী মনির হোসেন মাস্টার জানান, সকালে কেমিক্যাল কারখানার লবন বহনকারী ড্রামট্রাক উল্টে চারটি দোকানের উপর উঠে যায়।এসময় যাত্রী নেওয়ার জন্য পাশে দাড়িয়ে থাকা (থ্রী হুইলার)অটোরিকশার উপর ট্রাকটি উঠে গেলে চালক(অজ্ঞাত) ও মালেকা আক্তার(৫০)নামে যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। ৪টি দোকান ভেঙ্গে দোকানদার ও পথচারীরা গুরুতর আহত হলে তাদের হাসপাতালে পাঠানা হয়। এসময় মহাসড়কে লবণ ও গাড়ী পড়ে থাকার কারনে যানজটের সৃষ্টি হয়। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর মাওনা ফায়ার সার্ভিস ও মাওনা হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন এনে রোডের গাড়ি চলাচল স্বাভাবিক করেন।

[৫] মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন জানান, এএসএম কেমিক্যাল কারখানার নামে চালান হয়ে ১৯ টন লবন ভর্তি ড্রামট্রাক(জিম ট্রান্সপোর্টের) এমসিবাজার এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং দুইজন নিহত হয় ও ড্রাইভার নাহিদ পালিয়ে যায়।

[৬] নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। গাড়ি ও লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়