আব্দুল্লাহ মামুন: [২] ধারণা করা হয়, ১৮০৭ সালে ফ্রিডল্যান্ডের লড়াইয়ে রুশ সেনাবাহিনীকে পরাস্ত করার সময় এ টুপি পরেছিলেন তিনি। আয়োজকরা জানিয়েছেন, নিলামে টুপিটি ৪ থেকে ৬ লাখ ইউরোতে বিক্রি হতে পারে। দ্য গার্ডিয়ান
[৩] নিলামকারী প্রতিষ্ঠান সথবি’র প্যারিস শাখা বৃহস্পতিবার এক ঘোষণায় জানায়, নেপোলিয়নের ২০০তম মৃত্যুবার্ষিকীর স্মরণে আগামী ১৫ থেকে ২২ সেপ্টেম্বর তার ব্যবহৃত বিভিন্ন জিনিসের একটি নিলাম আয়োজন করবে।
[৪] এই নিলামের মূল আকর্ষণ হচ্ছে, নেপোলিয়নের এই বাইকর্ন টুপি। ১৮১৪ সালে তার কাছ থেকে টুপিটি কিনে নিয়েছিলেন তৎকালীন ধনাঢ্য রাজনীতিক স্যার মাইক্যাল স স্টুয়ার্ট। নেপোলিয়নকে নিয়ে কিছুটা সম্মোহিত ছিলেন বলে তার পরিচিতি রয়েছে। টুপিটি নিজের জন্মস্থান স্কটল্যান্ডে নিয়ে যান স্টুয়ার্ট। এরপর থেকে বহু প্রজন্ম ধরে টুপিটি তার পরিবারের তত্ত্বাবধানেই আছে। এখন অবধি নেপোলিয়নের পরিহিত ১৯টি বাইকর্ন টুপি শনাক্ত হয়েছে। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল