রাহুল রাজ: [২] ব্লেসিং মুজারাবানির বোলিং তোপে পড়ে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশের হাল ধরে ৯৪ রানের জুটি গড়ে দলের বিপদ মুক্ত করেন লিটন দাস ও মাহমুদউল্লাহ। লিটন তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ অর্ধশত তিনি নিজের শতরান থেকে ২০ রান দূরে অবস্থান করছেন। নিজের ৩৩ রান মাহমুদউল্লাহ আউট হলে আবার নতুন করে আফিফের সাথে জুটি বেঁধেছেন লিটন।
[৩] এর আগে সৌকত নিজের নামের পাশে ৫ রান যোগ করে ফুট ওয়ার্কের দূর্বলতায় চাকাভার হাতে তালুবন্দি হয়ে সাজ ঘরে ফিরলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৭৪ রান। ধারাবাহিক উইকেট পতনের দিনে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে তামিম ০ সাকিব ১৯ মিঠুন ১৯ রানে আউট হলে দল বিপদে পড়ে যায়। লিটন ৮১ ও আফিফ ৩ রানে অপরাজিত আছেন। মাজারাবানি ২ টি উইকেট নিজের নামে যোগ করেছেন।
[৪] স্কোর: বাংলাদেশ ৩৬ ওভার শেষে ১৭০/৫