সুজন কৈরী: [২] রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৩। আটককৃতের নাম মামুন (৩৬)।
[৩] বৃহস্পতিবার সাত মসজিদ রোডের ধানমন্ডি ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সামনে অভিযানে চালিয়ে গাঁজা উদ্ধার ও মামুনকে আটক করা হয়।
[৪] র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, আটক মামুন দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন। মামুনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে।