শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৯:০০ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: নারীর পা, পিঠ দেখলে যারা অশ্লীলতা বোঝে, তাদের মানসিকতাই অশ্লীল

কামরুল হাসান মামুন: ডেইলি ষ্টার পত্রিকার ফেইসবুক পেইজে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ'র "রেহানা মরিয়ম নূর" ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী বাঁধনের কান ফেস্টিভেলে স্কার্ট পড়া একটি ছবি পোস্ট করেছে। ওরে মোর আল্লাহ! সেখানে কমেন্ট থ্রেড পড়ে আমি থ। এর আগে কান ফেস্টিভেলেই আরেকটি শাড়ি পড়া ছবি নিয়েও তুলপাড়। সেখানে শাড়ি পড়ছে ঠিক আছে কিন্তু কেন পিঠ দেখা গেল? আর এখানে পা কেন দেখা গেল? ডেইলি ষ্টার যারা পড়ে ধরে নেওয়া যায় তারা সবাই পুঁথিগত বিদ্যায় বেশ শিক্ষিত। আমি ভাবছি প্রথম আলোয় এইরকম ছবি দিলে সেখানে কি কমেন্ট হতো।

ওসব ছবিতে আব্দুল্লাহ সাদসহ অন্যান্য সকল পুরুষরা কিন্তু সবাই আগাগোড়া ওয়েস্টার্ন ড্রেসই পরেছিল। কেউ কিন্তু বলেনি বাঙালি সংস্কৃতির ড্রেস কেন পরেনি। কেন লুঙ্গি গামছা বদনা নিয়ে অনুষ্ঠানে যায়নি? বাঁধনতো একটি অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতির শাড়ি পরেই গিয়েছিল। কিন্তু তখন প্রশ্ন পিঠ কেন খোলা ছিল। বাঁধন একজন অভিনেত্রী। সেতো অভিনেত্রী। সে যখন যেখানে যাবে তখন সেই সংস্কৃতির আকার ধারণ করবে এবং সে সেটা খুব ভালোভাবে পেরেছে। বাংলাদেশের চলচিত্রে এখন অভিনেত্রীরা মিনি স্কার্ট পরে সেখানে সমস্যা নেই কিন্তু ওখানে কেন পরল তাতে বাঙালি সংস্কৃতি গেছে গেছে কি আহামরি।

মানুষের চোখ যে এত অশ্লীল হতে পারে। গতকালকেই আমি এক পোস্টে লিখেছিলাম মানুষের বাহিরের চোখ দিয়ে দেখার সীমাবদ্ধতা আছে। আসল চোখ অর্জন করতে হয়। আর সেই চোখ হলো জ্ঞান দ্বারা সৃষ্ট চোখ। বাহিরের চোখ যা দেখা যায় সেটার প্রসেস করে আমাদের জ্ঞান। সেই জ্ঞান না থাকলে অর্থ প্রসেস সঠিক হয় না। নারীর পা, পিঠ দেখলে যারা অশ্লীলতা বোঝে তারা আসলে অশ্লীল মানসিকতার। তারা দেখবে কিন্তু ভাব দেখাবে তারা পছন্দ করে না। একটি অনুষ্ঠানে মানুষ কি পরবে না পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার। তাছাড়া একটি কথা আছে when you are in Rome do as the Romans do! এই ফেস্টিভ্যাল হচ্ছে ফ্রান্সে। সেখানে যেমন ড্রেস পরলে সে নিজে নিজেকে স্বচ্ছন্দবোধ করবে সে সেটা পরেছে। পুরুষরা কি পরল সেটা নিয়েতো কোন কথা শুনছি না। এমন দ্বিচারিতা কেন?

  • সর্বশেষ
  • জনপ্রিয়