Hug বা আলিঙ্গনের সাংঘাতিক থেরাপিউটিক বা healing ইফেক্ট আছে
কামরুল হাসান মামুন ফেসবুক থেকে: আমি যখন খুব stressed থাকি তখন আমার স্ত্রীকে কিছুক্ষন hug করে জড়িয়ে ধরে থাকি। এতে যে কি প্রশান্তি পাই তা ভাষায় প্রকাশ করতে পারব না।
কেউ একজন দক্ষিণ ফ্রান্সে রাস্তায় চোখ বেঁধে দাঁড়িয়ে পথচারীদের hug করার আহবান জানান। পথচারীরাও অকৃপণভাবে একে একে hug করেই যাচ্ছে। মেয়েটি জানছে না ছেলে না মেয়ে তাকে hug করছে। মেয়েটি জানছে না সাদা না কালো মানুষ তাকে hug করছে। মেয়েটি জানছে না হিন্দু, মুসলিম না খৃস্টান তাকে hug করছে। কি সুন্দর আইডিয়া। আমাদের এখানে কেউ এইরকম আহবান জানালে নির্ঘাত তাকে পাগল বলবে।
[video width="720" height="1280" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/07/10000000_336357161476787_7668575116493562228_n.mp4"][/video]