শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ১২:২৬ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ১২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপপুর প্রকল্পে রাশিয়ান টিকা দেওয়া শুরু

নিউজ ডেস্ক: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরতদের জরুরি ভিত্তিতে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বুধবার (১৪ জুলাই) থেকে রাশিয়া সরকারের সহযোগিতায় ‘স্পুটনিক ভি’ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। প্রথমদিনে অগ্রাধিকার ভিত্তিতে ৫২ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।

এ সময় মন্ত্রী বলেন, রাশিয়া মুক্তিযুদ্ধের সময় থেকেই আমাদের সাহায্য করছে। প্রকল্পের কাজ নিরুদ্বিগ্নভাবে এগিয়ে নেয়ার জন্য রাশিয়ানদের সঙ্গে সঙ্গে কর্মরত বাংলাদেশিদেরও টিকা প্রদানে রাশিয়া সরকার সহযোগিতার হাত বাড়িয়েছে।

রাশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রকল্পে কর্মরত পরমাণু শক্তি কমিশনের ৭৫০ জনকে টিকাদান শুরু হলো। এছাড়াও প্রকল্পের বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানে আমাদের ছেলেরা যারা কাজ করছে তাদেরও ক্রমান্বয়ে টিকা দেওয়ার জন্য রাশিয়া সরকারকে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজন হলে আমরাও সহযোগিতা করবো। এই টিকাদানের ফলে সকলের মনোবল বৃদ্ধি পাবে এবং প্রকল্পের কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে।

প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, প্রকল্পে কর্মরত সকলকেই করোনার টিকার আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে রাশিয়ানসহ বিদেশিদের টিকাদান শেষ পর্যায়ে। বাংলাদেশিদেরও টিকা প্রদান আজ শুরু হবে। পর্যায়ক্রমে বাংলাদেশি যারা প্রকল্পে কাজ করছে তাদেরও শতভাগ টিকা দেওয়া হবে। প্রকল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্যের ব্যাপারে নজরদারি করছি সব সময়।

প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম বলেন, রাশিয়ার ‘স্পুটনিক ভি’ টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হচ্ছে। প্রথমে বাঙালি ডাক্তার-নার্স এবং ২৪ ঘণ্টা সিভিল কন্সট্রাকশন কাজের সঙ্গে জড়িত সিভিল ইঞ্জিনিয়ারদের টিকা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে সরকারের সুরক্ষা আ্যাপসে রেজিস্ট্রেশন করে আমরা এই টিকার ব্যবস্থা করেছি।

এ সময় রাশিয়ান এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি, রাশিয়ান চিকিৎসক মরোজভ, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আসমা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিক গত ৯ জুলাই দুপুরে করোনা আক্রান্ত হয়ে মারা যান । এখানে প্রায় পৌনে ৩শ রাশিয়ান শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ চলমান রাখার স্বার্থে প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি সকলকে জরুরি ভিত্তিতে করোনার টিকা প্রদানের আওতায় আনা হয়েছে।

এছাড়াও গ্রীন সিটিতে একটি বহুতল ভবনে আইসোলেশন সেন্টার খোলা এবং প্রকল্প এলাকায় কর্মরতদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আরও কঠোর অনুশাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যেই রাশিয়া থেকে রোসাটমের উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ টিম এসে প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শনের পর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর নেতৃত্বে দেশীয় বিশেষজ্ঞদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রূপপুর প্রকল্পে কর্মরত সকলকে জরুরি ভিত্তিতে টিকা কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়