শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রয়োজনে ৯০ শতাংশ ইউরেনিয়াম উৎপাদনের হুঁশিয়ারি রুহানির

নুরে আলম: [২] ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেছেন, ইরানের যদি প্রয়োজন পড়ে তাহলে তারা পারমানবিক চুক্তির থেকে গুন বেশি শক্তি সম্পন্ন ইউরেনিয়াম উৎপাদন করতে পারে যার মান ৯০ শতাংশ। আরটি

[৩] বুধবার (১৪ জুলাই) মন্ত্রি সভার বৈঠকে তিনি এমন হুঁশিয়ারি প্রদান করেন।তিনি বলেন, আমরা ২০১৫ সালের পারমানবিক চুক্তিতে আর নেই। সুতরাং বিভিন্ন গ্রুপ আমাদের এই পারমানবিক প্রযুক্তির সন্ধান করছে। আমরা ২০-৬০ শোতাংশ ইউরেনিয়েয়াম উৎপাদন করছি। তবে আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা এর পরিমাণ ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারবো।

[৪] তিনি আরও বলেছেন, পশ্চিমারা আমাদের পারমানবিক প্রযুক্তি অন্ধ করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি তাদেরকে সতর্ক করে দিতে চায়। আমাদের পারমাণবিক ব্যবস্থা উত্তরোত্তর বাড়ছে। আমাদের প্রযুক্তি এখন আগের থেকে আরো উন্নত ও সমৃদ্ধ।

[৫] রুহানির বক্তব্যটি আসলেই খুবই উদবেগজনক। কারণ সামরিক বাহিনীর অস্ত্রে মাত্র ২০ শতাংশ ইউরেনিয়াম থাকে। কিন্তু তিনি বলেছেন ৯০ শতাংশ ইউরেনিয়ামের কথা। যা আসলেই খুবই ভীতিকর।

[৬] ইরানের পারমানবিক প্রযুক্তির ওপর ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আনেন। কিন্তু ইরান জেসিপিওএর চুক্তির বাইরে গিয়ে ৩.৬৭ শতাংশ বেশি উৎপাদন শুরু করে। গত এপ্রিলে তেহরান জানায়, তারা এই উৎপাদন ৬০ শতাংশ বৃদ্ধি করেছে। তাদের নানতাজ পারমাণবিক স্থাপনার ওপর হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়