শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় পাটখেতে বিধবা নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আবু হাসাদ : [২] রাজশাহীর পুঠিয়ায় আতিকা বেগম (৪৫) নামের এক বিধবা নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছেন পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিলে ছাগল চড়াতে গিয়ে ওই নারীকে দুর্বৃত্তের ধর্ষণের শিকার হয়েছে। এরপর তার হাতের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়েছে।

[৩] পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মগে পাঠানো হয়েছে। অপরদিকে জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার চারজনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
নিহত আতিকা বেগম উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া-কারিগরপাড়া গ্রামের মৃত আতাহার আলীর স্ত্রী।

[৪] মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে বাড়ির অদুরে ছাগল চড়াতে হত্যাকাণ্ডের শিকার হোন। এরপর খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় হাফিজ উদ্দীনের পাটক্ষেত থেকে লাশ উদ্ধার করেন পুলিশ।

[৫] নিহতে ছেলে আতিকুর রহমান বলেন, গত ৫ বছর আগে বাবা মারা গেছেন। এরপর মা খেয়ে না খেয়ে আমাদের চার ভাই-বোনকে বড় করছেন। তিনি মানুষের বাড়িতে কাজের সাথে কয়েকটি ছাগল পুষতেন। এরমধ্যে আমাদের বড় বোনের বিয়ে দেয়া হয়েছে। এক বোন বিয়ের উপযুক্ত। আর আমরা দুই ভাই ছোট।

[৬] প্রতিদিনের মতো মঙ্গলবার (১৩ জুলাই) মা মানুষের বাড়ির কাজ শেষে বিকেলে ছাগল চড়াতে যান। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরেননি। এরপর রাতে আমরা বিভিন্ন স্থানে খোঁজ খবর শুরু করি। এক সময় প্রতিবেশি একজন শিক্ষকের পাটখেতে মায়ের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। কে বা করা এঘটনা ঘটিয়েছে তার কিছুই বলতে পারবো না।

[৭] ইউপি সদস্য শামিম হোসেন বলেন, রাতে খবর পেয়ে ঘটনান্থলে গিয়ে দেখি একটি পাটখেতে ওই নারীর লাশ পড়ে আছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ধর্ষণ করা হয়েছে। এরপর তার হাতের রগ ও জবাই করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের দাগ রয়েছে। এরপর থানায় খবর দিলে রাতেই লাশ নিয়ে যায় পুলিশ। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ রাতেই এলাকার চারজনকে ধরে নিয়ে গেছে। অপরদিকে পুলিশের উর্ধতন কর্মকর্তা, ডিবি ও র্যাব সদস্যরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৮] এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছেন। বুধবার সকালে লাশের ময়নাতদন্তে জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া চুড়ান্ত কিছুই বলা যাচ্ছে না।

[৯] এবিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আর চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়