শিরোনাম
◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার ◈ শরিফ ওসমান বিন হাদি হত্যায় জাতিসংঘের উদ্বেগ, দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের আহ্বান

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফডিসিতে এবার কোরবানি হচ্ছে ১৪টি গরু

ইমরুল শাহেদ: এ তথ্য জানিয়েছে চলচ্চিত্র পরিবারের একজন সদস্য। এর মধ্যে প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতির মাধ্যমে শাপলা মিডিয়া ৬টি এবং পরী মনি এককভাবে কোরবানি দিবেন ৬টি গরু। এছাড়া অন্যান্য দিক থেকে আসতে পারে আরো ২টি। শাপলা মিডিয়া সূত্রে জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান নিজেই উদ্যোগ নিয়ে এই কোরবানির আয়োজন করছেন। এছাড়া শাপলা মিডিয়ার পক্ষ থেকে সহশিল্পীদের জন্য ঈদ উপহার থাকবে। সেলিম খান নিজেই সেগুলো সকলের মধ্যে বিতরণ করবেন।

পক্ষান্তরে পরী মনি ২০১৬ সাল থেকেই এফডিসিতে কোরবানি দেওয়া শুরু করেন। তার শুরু একটি গরু দিয়ে। এরপর প্রতি বছর একটি করে বাড়াতে থাকেন। সাবেক অভিনেত্রী শিল্পী এবং অভিনেত্রী নিপুণও এফডিসিতে কোরবানি দিয়েছেন। কিন্তু সকলকে ছাপিয়ে উঠেন পরী মনি। তার কোরবানির গরুর সংখ্যা প্রতি বছর একটি করে বাড়তে থাকে। গত বছর তিনি কোরবানি দিয়েছেন ৫টি গরু। এবার দিচ্ছেন ৬টি। এর ব্যাখ্যা দিয়ে পরী মনি বলেছেন, ‘গত পাঁচ বছর এফডিসিতে কোরবানি দিচ্ছি।

এবার ছয় বছর হবে। তাই ছয়টি গরু কোরবানি দেব।’ পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘কোরবানি ঈদ সব সময় নানু বাড়িতে করতাম। আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী মানবেতর জীবন-যাপন করেন। জানার পর থেকে এফডিসিতে কোরবানি দেই। যারা কোরবানি দিতে পারেন না, তাদের জন্যই এই উদ্যোগ।’ এই অভিনেত্রী এফডিসিকে দ্বিতীয় পরিবার মনে করেন। তিনি বলেন, ‘যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’ তবে এবার সতর্কতার সঙ্গে কোরবানি দেবেন; স্বাস্থ্যবিধি মেনে মাংস বিতরণ করবেন বলে জানান তিনি। গত বছর করোনা মহামারির মধ্যেও কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে থেকে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়