শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফডিসিতে এবার কোরবানি হচ্ছে ১৪টি গরু

ইমরুল শাহেদ: এ তথ্য জানিয়েছে চলচ্চিত্র পরিবারের একজন সদস্য। এর মধ্যে প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতির মাধ্যমে শাপলা মিডিয়া ৬টি এবং পরী মনি এককভাবে কোরবানি দিবেন ৬টি গরু। এছাড়া অন্যান্য দিক থেকে আসতে পারে আরো ২টি। শাপলা মিডিয়া সূত্রে জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান নিজেই উদ্যোগ নিয়ে এই কোরবানির আয়োজন করছেন। এছাড়া শাপলা মিডিয়ার পক্ষ থেকে সহশিল্পীদের জন্য ঈদ উপহার থাকবে। সেলিম খান নিজেই সেগুলো সকলের মধ্যে বিতরণ করবেন।

পক্ষান্তরে পরী মনি ২০১৬ সাল থেকেই এফডিসিতে কোরবানি দেওয়া শুরু করেন। তার শুরু একটি গরু দিয়ে। এরপর প্রতি বছর একটি করে বাড়াতে থাকেন। সাবেক অভিনেত্রী শিল্পী এবং অভিনেত্রী নিপুণও এফডিসিতে কোরবানি দিয়েছেন। কিন্তু সকলকে ছাপিয়ে উঠেন পরী মনি। তার কোরবানির গরুর সংখ্যা প্রতি বছর একটি করে বাড়তে থাকে। গত বছর তিনি কোরবানি দিয়েছেন ৫টি গরু। এবার দিচ্ছেন ৬টি। এর ব্যাখ্যা দিয়ে পরী মনি বলেছেন, ‘গত পাঁচ বছর এফডিসিতে কোরবানি দিচ্ছি।

এবার ছয় বছর হবে। তাই ছয়টি গরু কোরবানি দেব।’ পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘কোরবানি ঈদ সব সময় নানু বাড়িতে করতাম। আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী মানবেতর জীবন-যাপন করেন। জানার পর থেকে এফডিসিতে কোরবানি দেই। যারা কোরবানি দিতে পারেন না, তাদের জন্যই এই উদ্যোগ।’ এই অভিনেত্রী এফডিসিকে দ্বিতীয় পরিবার মনে করেন। তিনি বলেন, ‘যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’ তবে এবার সতর্কতার সঙ্গে কোরবানি দেবেন; স্বাস্থ্যবিধি মেনে মাংস বিতরণ করবেন বলে জানান তিনি। গত বছর করোনা মহামারির মধ্যেও কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে থেকে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়