মাহবুবুর রহমান: [২] বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নোয়াখালীর উদ্যোগে অনলাইন পণ্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
[৩] মঙ্গলবার (১৩ জুলাই) সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় অডিটোরিয়ামে অনলাইন ভার্চুয়াল এর মাধ্যমে নোয়াখালী অনলাইন পণ্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
[৪] এ সময় নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক এর চেয়ারম্যান মোঃ মোস্তাক হাসান।
[৫] বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিসিক প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন পরিচালক আতাউর রহমান সিদ্দিকী, বিসিক আঞ্চলিক পরিচালক মোতাহের হোসেন।
[৬] উদ্বোধন অনুষ্ঠানে আগামী ১৫ দিনব্যাপী ১৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত এই অনলাইনে পণ্য মেলা চলবে বলে জানান বিসিক কর্মকর্তারা।