স্পোর্টস ডেস্ক : [২] ইউরো ও কোপা আমেরিকা ফুটবলের আসর শেষ। এবার যার যার দেশের ঘরোয়া ফুটবল শুরুর প্রস্তুতি। নতুন মৌসুমের জন্য অনুশীলন শুরু করল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সোমবার কোচ রোনাল্ড কোম্যানের অধীনে জোয়ান গাম্পার একাডেমি মাঠে ঘাম ঝরান দলটির খেলোয়াড়রা।
[৩] তবে কোপা আমেরিকা ও ইউরো কাপে ব্যস্ত থাকা ফুটবলাররা এখনো রিপোর্ট করেননি। অনুশীলনে অ্যাকাডেমির বিভিন্ন খেলোয়াড়রাও ছিলেন।
[৪] আগামী সপ্তাহে আন্তর্জাতিক তারকারা যোগ দেবেন দলের সঙ্গে। তবে টোকিও অলিম্পিকের জন্য পেদ্রি, এরিক গার্সিয়া, অস্কার মিনগুয়েজা যোগ দেবেন আরও পরে। - মার্কা