শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৮:৪৬ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৮:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশকে তাদের কর্তৃত্ব ফিরিয়ে দিতে হবে: ট্রাম্প

নুরে আলম: [২] ফক্স এন্ড ফেন্ডস অনুষ্ঠানে সাংবাদিক লরেন্স জোনের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটিই বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স

[৩] তিনি বলেন, ইলিয়নস এবং নিউ ইয়র্কের শিকাগো ও নিউ ইয়র্ক সিটির মতো গণতান্ত্রিক শহরগুলোতে সাম্প্রতিক সময়ে অনেক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শিকাগো এই সপ্তাহের শেষে মারাত্মক ঘটনার সাক্ষী হয়েছে। শিকাগো সান টাইমসের মতে, এই ঘটনায় শতোর্ধ্ব গুলিবিদ্ধ হয়েছে এবং কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে।

[৪] শিকাগো পুলিশের তথ্যানুযায়ী, এই বছর এখন পর্যন্ত শিকাগোয় কমপক্ষে ১ হাজার ৫৮৭ জন গুলিবিদ্ধ হয়েছে যা গতবছরের থেকে ১১ শতাংশ বেশি আরও ২০১৯ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি।

[৫] ট্রাম্প আরও বলেন, নিউ ইয়র্কে অপরাধ মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে কারণ সেখানে অনেক অর্থ সঙ্কট। এসব ঘটনার জন্য দায়ী রিপাব্লিকানদেরকে দায়ী করা হয়। আগে নিউ ইয়র্কের আইন অনুযায়ী, প্রসিকিউটররা জামিন দিবেন কিনা বা মুক্তি দিবেন কিনা এটি সম্পূর্ণ তাদের হাতে ছিলো।কিন্তু বর্তমান আইনে বিচারকদের থেকে এই ক্ষমতা উঠিয়ে নেওয়া হয়েছে। আর তার কারনে অপরাধ করার পরেও অনেক অপরাধী বিচার না হওয়াতে বাইরে অবাধ চলাচলের সুযোগ পাচ্ছে। অনেক মামলা বিচারাধীন হয়ে ঝুলে আছে।

[৬] এনওয়াইপিডি এর তথ্য অনুসারে জুলাইয়ে নিউ ইয়র্কে ৮.৫ শতাংশ খুন বেড়ে গিয়েছে এর মধ্যে গুলিতে হত্যা ৩৭.৮ শতাংশ।নিউ ইয়র্কের অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

[৭] জর্জ ফ্লয়েডের হত্যার পর থেকে পুলিশ সবসময় বিতর্কে রয়েছে।পরবর্তীতে কংগ্রেস নেতাদের সঙ্গে খারাপ আচরণের কারণে পুলিশ আরো বিতর্কের মুখে পড়ে।

[৮] ট্রাম্প শক্তভাবে বলেন, পুলিশ ইচ্ছা করলে সব সমস্যা সমাধান করতে পারে। কিন্তু এসব ঘটনার পর তারা থমকে গিয়েছে।কারণ তারা ভয় পায় যে কিছু করতে গেলে তাদেরকে যদি আবার জনরোষের মধ্যে পড়তে হয়। সেজন্য আমি আবারো বলছি, সব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আবার তাদের পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়