ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটিতে কোভিডে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের। দেশটিতে এপর্যন্ত মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৪৬৪ জনের। আল জাজিরা
[৩] করোনা সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। অক্সিজেনের সঙ্কটে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। লকডাউন জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। কোনভাবেই সংক্রমণ হ্রাস পাচ্ছে না। সংক্রমণ এবং মৃত্যু পাল্লা দিয়ে বাড়ছেই।
[৪] বেশ কিছু শহরে অক্সিজেন সঙ্কট চরম আকার ধারণ করেছে। ফলে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আগে হাসপাতালগুলোকে প্রাধান্য দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তাদের সামর্থ্যের মধ্যে যা আছে তা নিয়েই তারা কাজ চালানোর চেষ্টা করে যাচ্ছেন।
[৫] উইন্ডা নামের এক নারী বলেন, আমি অক্সিজেন খুঁজছি কিন্তু পাচ্ছি না। আরো একজন বলেন, আমার মা রোববার কোভিড পজিটিভ হয়েছেন। আমি তার জন্য বিভিন্ন জায়গাতে গিয়ে অক্সিজেন তালাশ করেছি কিন্তু পাইনি। একজন বন্ধু আমার মার জন্য অক্সিনের ব্যবস্থা করে দিয়েছেন। সম্পাদনা : রাশিদ