স্পোর্টস ডেস্ক: ঘরের দল ইংল্যান্ডের মুখোমুখি টুর্নামেন্টের একমাত্র শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখা ইতালি।বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১ টায় শুরু হয় ম্যাচটি। ফাইনাল ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
রোমাঞ্চকর সেমিফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইতালি পৌঁছায় ফাইনালে। আর ইংল্যান্ড হ্যারি কেইনের অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে জিতেছে ডেনমার্কের বিপক্ষে। শিরোপার লড়াইয়ে ইংলিশদের কঠিন পরীক্ষাই দিতে হবে।
৫৫ বছর পর জয় পাওয়ার সম্ভাবনায় ইংল্যান্ড। ১৯৬৬ সালে জুলেরিমে জয়ের পর আর কোনো আন্তর্জাতিক শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। ইউরো কাপ জিতে সেই খরা কাটানোর আশায় ইংল্যান্ড।
ইতালি ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দল, যারা এপর্যন্ত ৪ বার (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ এবং ২০০৬) বিশ্বকাপ জয়লাভ করেছে। এছাড়া উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও ইতালি অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৬৮) শিরোপা জয়লাভ করেছে।