শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, প্রজনন স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে কাক্সিক্ষত জন্মহার নিশ্চিতের তাগিদ

সাজিয়া আক্তার: [২] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে স্বাস্থ্যবিধি অনুসরণ করে রোববার বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। এবারের জনসংখ্যা দিবস সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে উদযাপন করা হয়েছে।

[৩] জাতিসংঘ জনসংখ্যা তহবিল কর্তৃক এবারের নির্ধারিত প্রতিপাদ্য ‘অধিকার ও পছন্দই মূল কথা: প্রজননস্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে কাক্সিক্ষত জন্মহারে সমাধান মেলে।’

[৪] পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (আইইএম) আমির হোসেন জানান, দিবসটি উপলক্ষে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সেবাকেন্দ্রে বিশেষ সেবা প্রদান।

[৫] জাতীয়ভাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু।

[৬] বক্তব্য রাখেন, Caroline Crosbie, Senior Country Director, Pathfinder International & Project Director, USAID Shukhi Jibon Project; Ms. Eiko Narita, Officer-in-Charge, UNFPA Bangladesh; মোঃ শরিফুল ইসলাম, পরিচালক, পরিবার পরিকল্পনা, ঢাকা বিভাগ; সিদ্দিকা আক্তার, মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তর এবং মো. শাহজাহান, মহাপরিচালক, নিপোর্ট।

[৭] বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

[৮] আলোচনার পর প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী।

[৯] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়