সুমাইয়া ঐশী: [২] শুক্রবার জ্বালানির অভাবে লেবাননের দুটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ হয়ে যায়। দেইর আম্মার এবং জাহরানি বিদ্যুৎকেন্দ্র দুটি থেকে গোটা লেবাননের ৪০ শতাংশ চাহিদা মেটানো হতো। এ দুটির উৎপাদন বন্ধ হওয়ায় দেশটির বেশিরভাগ অঞ্চলই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেশ কয়েকটি অঞ্চল দিনে মাত্র দুঘণ্টা করে বিদ্যুৎ পাচ্ছে বলেও জানা গেছে। ইসরায়েল টাইমস
[৩] গত কয়েক বছর ধরেই লেবানিজ মুদ্রার মান কমছে। এতে বৈদেশিক মুদ্রার মজুদও সংকটে। তাছাড়া জ্বালানি আমদানিকারকদের অর্থ মেটাতে না পারায় পণ্য খালাস করছে না দেশটির বন্দরে ভেড়া জাহাজগুলো। তাই জ্বালানির অভাবে উৎপাদন বন্ধ হয়ে যায়। ফ্রান্স২৪
[৪] শনিবার লেবাননের বিদ্যুৎ কর্তৃপক্ষ ইডিএল জানায়, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে জ্বালানির অর্থ পরিশোধ করা হয়েছে। এখন পণ্য নামানোর প্রস্তুতি চলছে। রোববার থেকে জাহরানিতে উৎপাদন শুরু করা যাবে বলেও আশা ব্যক্ত করা হয়। তবে সেখানে দেইর আম্মার বিদ্যুৎকেন্দ্রের কথা উল্লেখ করা হয়নি। এএফপি
[৫] গত কয়েক বছর ধরেই অর্থনৈতিক মন্দা চলছে লেবাননে। বিশ্বব্যাংক বলছে, ১৮৫০ সালের পর থেকে সবচেয়ে খারাপ মন্দার মধ্যে রয়েছে লেবানন। এর প্রভাব পড়েছে বেশ কয়েকটি খাতে, দেখা দিয়েছে ওষুধ সংকটও। এর জের ধরে দেশটির অভ্যন্তরে চলছে অসন্তোষ। শুক্রবার দেশটির প্রায় ৮০ শতাংশ ওষুধের দোকানই বন্ধ রাখা হয়।