শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ১২:০৫ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেনেজুয়েলায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে নিহত ২৬

রাশিদুল ইসলাম : [২] ভেনেজুয়েলায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কথা বলা হলেও সরকার বিরোধী নেতারা অভিযোগ করছেন, সন্ত্রাস দমনের নামে প্রেসিডেন্ট মাদুরো আসলে বিরোধী দলকে দমন করছেন। মাদুরো বলছেন তারা বিদেশি শক্তির তাবেদার হয়ে ভেনেজুয়েলার স্থিতিশীলতা বিনষ্ট করছে। বিবিসি

[৩] সংঘর্ষে নিহতদের মধ্যে চার পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আহত হয়েছে ৩৮ পুলিশ সদস্য। শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সারমেন মেলেনদেজ গণমাধ্যমকে এ তথ্য জানান। দেশটির রাজধানী কারাকাসের উত্তর-পাশ্চিমাঞ্চলে গত এক সপ্তাহ ধরে সন্ত্রাসবিরোধী অভিযানে ওই হতাহতের ঘটনা ঘটে।

[৪] স্বরাষ্ট্রমন্ত্রী মেলেনদেজ আরও বলেন ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

[৫] দুপক্ষের গোলাগুলিতে ২৮ জন সাধারণ মানুষও গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের সময় আতঙ্কে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যান। একজন প্রত্যক্ষদর্শী জানান উভয় পক্ষের এ সংঘর্ষ যুদ্ধে রুপ নেয়।

[৬] পুলিশ সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র সহ ২৪ হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে। অভিযানে অংশ নেয় ৮শ পুলিশ।

[৭] পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি করলেও ভেনেজুয়েলা সরকার মনে করছে আরো বেশকিছু স্নাইপার ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

[৮] শীর্ষ সন্ত্রাসীদের ধরিয়ে বা তাদের সম্পর্কে তথ্য দিতে পারলে ভেনেজুয়েলা সরকার ৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।

[৯] স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো এধরনের সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবনের জন্যে হুমকি সৃষ্টি হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়