শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৮:২৯ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন ফার্স্টলেডি জিলের সঙ্গে সন্দেহজনক খুনির সম্পর্ক ছিল, দাবি সাবেক স্বামীর

রাশিদুল ইসলাম : [২] বিল স্টিভেনসনের সঙ্গে জিলের ডিভোর্স হয়েছিল চার দশক আগে। তারপরেই ওই খুনির সঙ্গে জিলের সম্পর্ক হয়েছিল বলে দাবি স্টিভেনসনের। স্পুটনিক

[৩] সন্দেহভাজন আমেরিকান সিরিয়াল কিলার হিসেবে রবার্ট ডার্স্টের স্ত্রী ক্যাথি ডার্স্টের সঙ্গে চমৎকার সম্পর্ক ছিল মার্কিন ফার্স্ট লেডি জিলের।

[৪] কিন্তু এতদিন পর স্টিভেনসন পুরোনো কাসুন্দি ঘাটছেন কেনো? স্টিভেনসনের দাবি ডার্স্টের শরীর খুবই খারাপ তাই এই প্রথমবার তিনি বিষয়টি নিয়ে মুখ খুললেন। ক্যালিফোর্নিয়ায় এক খুনের অভিযোগ রয়েছে ডার্স্টের বিরুদ্ধে।

[৫] স্টিভেনসন আরো বলেন আমার মনে হয় আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম। তিনি ঘটনার ব্যাখ্যা করে বলেন ক্যাথির সঙ্গে তার দেখা হয় ষাটের দশকে। যখন তারা ছোট ছিল। ১৯৭৪ সালের গ্রীষ্মে স্টিভেনসন ও তার তখনকার স্ত্রী জিল দেলাওয়ারে তাদের বাসভবনে রবার্ট ডার্স্ট ও ক্যাথিকে এক সাপ্তাহিক ছুটিতে স্বাগত জানান।

[৫] স্টিভেনসন বলেন ক্যাথি ও রবার্ট দুজনেই তখন ছাত্র ছিল। খুবই স্মার্ট ছিল তারা। তাদের বয়সে যেমন প্রাণবন্ত থাকার কথা তারা সেরকমই ছিল।

[৬] কয়েকবছর পর জিলের কাছে ফোন করে ক্যাথি তার সঙ্গে রবার্টের দুর্ব্যবহারের কথা ও তাকে দেওয়া প্রাণনাশের হুমকির কথা জানান।

[৭] জিলের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরও ক্যাথির সঙ্গে অন্তত ৫ বার দেখা করে তার সমস্যা দূর করার চেষ্টা করেন স্টিভেনসন। এমনকি স্টিভেনসন ক্যাথির সঙ্গে এক পর্যায়ে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এজন্যে তার কোনো দুঃখবোধ নেই বলেন জানান স্টিভেনসন। এর দশদিন পর ক্যাথি নিখোঁজ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়