স্পোর্টস ডেস্ক: দু'দেশের জাতীয় সঙ্গীতের পর রেফারির বাঁশিতে মারাকানায় শুরু কোপা আমেরিকার ফাইনাল। ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখলেন ব্রাজিলের ফ্রেড। ম্যাচের ৩ মিনিটের মাথায় মন্তিয়েলকে ফাউল করার জন্য রেফারি কার্ড দেখিয়ে সতর্ক করেন তাঁকে।
১০ মিনিটের খেলা অতিক্রান্ত। উভয় দলই একে অপরকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ। বেশ কয়েকটা কড়া ট্যাকল চোখে পড়েছে ইতিমধ্যেই। রেফারিকে বাড়তি ঘাম ঝরাতে হবে সন্দেহ নেই।
১৩ মিনিটের মাথায় বক্সে নেইমারের দিকে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন রিচার্লিসন। তবে বাধা দেন ওতামেন্দি। ২২ মিনিটের মাথায় ডি মারিয়ার গোলে ১-০ এগিয়ে যায় আর্জেন্টিনা।
সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। অন্যদিকে, শেষ চারে কলম্বিয়াকে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে হারিয়ে দেয় আর্জেন্তিনা। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। এবার কোপার খেতাবি লড়াইয়ে সম্মুখসমরে ব্রাজিল-আর্জেন্তিনা।