লিহান লিমা: [২]জাতিসংঘের শীর্ষ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ ফিলিস্তিনের অঞ্চলে ইসরায়েলের একের পর এক বসতি স্থাপনকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করে দীর্ঘদিন ধরে করে যাওয়া অবৈধ চর্চার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে দায়বদ্ধতার আওতায় আনার আহŸান জানান। আল জাজিরা
[৩]জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে প্রতিবেদন পেশ করার সময় দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে জাতিসংঘের বিশেষ দূত মাইকেল লিংক বলেন, দখলদারিত্বের মাধ্যমে ইসরায়েল যেভাবে জোরপূর্বক ফিলিস্তিনের ভূখÐ দখল করছে তা শাস্তিযোগ্য অপরাধ। ইসরায়েলের কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ আদালতের নীতিমালার লঙ্ঘন।
[৪]তার মতে, গত ৫৪ বছর ধরে ফিলিস্তিনের ওপরে ইসরায়েলের আগ্রাসনের পেছনে রয়েছে এই বসতি স্থাপন। মাইকেল লিংক আরও বলেন, জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলের তিন শতাধিক অবৈধ বসতিতে প্রায় ৬ লাখ ৮০ হাজার ইহুদি বাস করছেন। আমার হাতে থাকা প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের এই দখলদারিত্ব স্পষ্টতই যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়কেই কূটনৈতিক এবং আইনগতভাবে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইসরায়েলকে বোঝানো উচিত অবৈধ দখলদারিত্ব এবং আন্তর্জাতিক নীতিমালা ভঙ্গের জন্য তাদেরকে মূল্য দিতে হবে।
[৫]শুক্রবার পশ্চিমতীরে ইসরায়েলের অবৈধ নিরাপত্তা চৌকির বিরুদ্ধে ফিলিস্তিনিরা বিক্ষোভ করায় বিক্ষোভরত জনগণের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে ইসরায়েলি সেনা। এতে ৩৭০ জনের বেশি ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ।