নুরে আলম: [২] ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের তথ্য মতে, উপকূলীয় ঝড় ক্ষনে ক্ষনে দিক তার গতিপথ পাল্টাচ্ছে। ঘূর্ণিঝড়টি এখন নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে।ফক্স নিউজ
[৩] আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের কারণে ভারী বন্যা হতে পারে। এবং এই বন্যায় শহর প্লাবিত হবার আশঙ্কা করছেন তারা।
[৪] হ্যারিকেনটি ঘন্টায় ৩১ মাইল বেগে ধেয়ে আসছে। আজ সকালে এটি মধ্য আটলান্টিক রাজ্যগুলি অতিক্রম করবে ও সন্ধ্যা এবং রাতের মধ্যেই উত্তরপূর্ব আমেরিকা অতিক্রম করে যাবে। আজ শেষ রাতে বা শনিবারের মধ্যেই এই ঝড়টি কানাডা অতিক্রম করবে।
[৫] উল্লেখ্য, এই অঞ্চলের প্রায় ৫ কোটি মানুষ বন্যার ঝুঁকিতে আছে।