রাহুল রাজ : [২] বাংলাদেশকে ভয় দেখানো ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে অতিথি শিবিরি স্বস্তি ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি অফস্পিনারের বল স্লগ করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দেন অতিরিক্ত ফিল্ডার ইয়াসির আলী চৌধুরীর হাতে। প্রতিশ্রুতিশীল ইনিংসটির শেষ হয় বাজে এক শটে।
[৩] শুক্রবার তৃতীয় দিন সকালে হাত খুলে খেলছিলেন টেইলর। দ্রুত রান তুলেছেন জিম্বাবুয়ের অধিনায়ক। স্পিন ও পেস বোলারদের বিপক্ষে ব্যাটিং ছিল সাবলীল। বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে দারুণ জবাব দিচ্ছিলেন তিনি। কিন্তু নিজের উইকেট মিরাজের কাছে বিলিয়ে দেন ৮১ রানে। ৯২ বলে ১২ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি।
[৪] সাকিব ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে তুলে নিয়েছেন নিজের দ্বিতীয় সাফল্য। মিইরাসকে ২৭ রানে ফিরিয়ে দিয়েছেন এই বাঁহাতি।
[৫] স্কোর: জিম্বাবুয়ে ২২৭৯/৩
ব্যাটিং: টাইমাসি ০, কাইতানো ৭৫।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৬৮/১০