রাকিবুল আবির: [২] বৃহস্পতিবার ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, গত সপ্তাহে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পানি ও বাণিজ্য চুক্তি নিয়ে জর্ডানের রাজার সঙ্গে গোপন বৈঠক করেন। আল আরাবিয়া
[৩] নতুন এসকল চুক্তিগুলো নতুন সরকারের সঙ্গে জর্ডানের সুসম্পর্কের ইঙ্গিত দিচ্ছে, যা সাবেক প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সময়ে গড়ে তোলা হয়নি।
[৪] দুই দেশেরই সরকারি বিবৃতিতে জানানো হয়, নতুন এই চুক্তির আওতায় জর্ডান ইসরায়েলের কাছ থেকে অতিরিক্ত ৫০ মিলিয়ন কিউবিক মিটার পানি ক্রয় করবে এবং দখলকৃত পশ্চিম তীরে রপ্তানির পরিমাণ ১৬০ মিলিয়ন থেকে বাড়িয়ে ৭০০ মিলিয়নে উন্নিত করবে।
[৫] বৃহস্পতিবার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এবং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। সম্পাদনা : রাশিদ