শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার এক

রাজু চৌধুরী: [২] নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ দামুয়া পুকুর পাড় এলাকায় চিপস-চকলেটের লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইয়ার খানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় শিশুর দাদির করা অভিযোগের প্রেক্ষিতে তাকে ঐ যুবককে গ্রেপ্তার করা হয়।

[৪] পুলিশ জানায়, ইয়ার খান কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামিলা গ্রামের মো. হোসেনের ছেলে।

[৫] মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের দাদি আগে মানুষের বাসায় কাজ করতেন। বর্তমানে ভিক্ষাবৃত্তি করেন। তাদের পাশেই থাকেন ইয়ার খান। ভিকটিমের দাদি বাইরে গেলেই ইয়ার খান চিপস-চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে নিজবাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।

[৬] জানা গেছে, এ রকম একাধিকবার ধর্ষণের বিষয়টি জানলেও লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যায় ভিকটিমের পরিবার। গত ৫ জুলাই দাদি বাইরে গেলে একই কায়দায় ভিকটিমকে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করে ইয়ার খান। দাদি বাসায় এসে নাতনিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলে নাতনি সবকিছু জানায়। পরে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

[৭] ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ​চিপস-চকলেটের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে ইয়ার খান। সর্বশেষ ধর্ষণের পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে ভিকটিম। হাসপাতালে নেওয়ায় বিষয়টি জানাজানি হলে থানায় অভিযোগ করেন ভিকটিমের দাদি। বৃহস্পতিবার থানায় মামলা করলে ইয়ার খানকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (​ওসিসি) চিকিৎসাধীন রয়েছে বলে জানান ওসি মহসীন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়