আসিফুজ্জামান পৃথিল: [২]এফডিএ ও সিডিসি বলছে এখনই অনুমোদন দেওয়ার সময় হয়নি। [৩] টিকার তৃতীয় ডোজের অনুমোদন চাইবে বলে ঘোষণা দিয়েছে ফাইজার। বৃহস্পতিবার তারা বলেছে, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থায় এই তৃতীয় ডোজের অনুমোদন চাইবে কোম্পানিটি। এএফপি
[৪] তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক দুই কেন্দ্রীয় এজেন্সি বলছে, মার্কিনিদের এখনই ৩য় বুস্টারের প্রয়োজন নেই। তারা জানিয়েছে, এই ব্যাপারে কোম্পানিগুলোকে কোনওভাবেই একক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেওয়া হবে না। সিএনএন
[৫] ফাইজারের তৃতীয় ডোজ টিকা নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে। জানা গেছে, ফাইজার বায়োএনটেকের টিকার তৃতীয় ডোজ করোনার মূল ভ্যারিয়েন্ট, বিটা ভ্যারিয়েন্ট ও আলফার বিরুদ্ধে বেশি অ্যান্টিবডি তৈরি করছে। করোনার টিকার দুই ডোজ দিলে যে অ্যান্টিবডি তৈরি হয়, তার চেয়ে ৫ থেকে ১০ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয় তৃতীয় ডোজে।
[৬] এর আগে বলা হয়েছিল, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করে ফাইজারের টিকা। প্রতিষ্ঠানটি বলেছে, তাদের তৈরি তৃতীয় ডোজও এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করে। এ ছাড়া এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতে বিশেষ টিকা তৈরির কাজও চলছে বলে জানিয়েছে তারা। জার্মানিতে সেই টিকা তৈরি হচ্ছে।