আনোয়ার হোসেন: [২] গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে মাঠেরহাট নামক স্থানে প্রশিক্ষণ কারচাপায় রাস্তার সম্প্রসারন কাজের বুলু রাণী মহন্ত (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেনবৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০ টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কের মাঠেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[৩] নিহত বুলু রাণী গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নেরর গোপালপুর গ্রামের নারায়ন চন্দ্র বর্মণের স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাঠেরহাট এলাকায় গাইবান্ধা- পলাশবাড়ী সড়ক সম্প্রসারণ কাজ করছিল একদল শ্রমিক। দুপুরের দিকে গাইবান্ধা থেকে পলাশবাড়ী গামী একটি প্রশিক্ষণ কার নিয়ন্ত্রণ হারিয়ে বুলু রাণীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
[৪] পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে রাজী না হওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।