শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০২:২৭ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ তিন কারবারি আটক

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

[৩] বুধবার (৭ জুলাই ) রাত ১১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

[৪] আটক মাদক কারবারিরা হলেন- উখিয়ার থাইংখালী রহমতের বিল এলাকার মোঃ মফিজ মিস্ত্রির ছেলে সরওয়ার আলম (২২), উত্তর রহমতের বিল এলাকার ছৈয়দ আহমদের পুত্র মোঃ মোবারক এবং ধামনখালী এলাকার মোঃ মিয়ার ছেলে আবদুল্লাহ আল মামুন।

[৫] র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বৃহস্পতিবার (৮জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

[৬] তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল মাদকদ্রব্য বিক্রির খবর পেয়ে উখিয়ার থাইংখালী বাজার সংলগ্ন থাইংখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে টেকনাফ থেকে একটি সিএনজি চেকপোস্টের সামনে আসলে র‍্যাব সদস্যগণ সিএনজিটি থামানোর সংকেত দিলে কতিপয় ব্যক্তি সিএনজি থেকে নেমে কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ৫ জনের ৩ জনকে ধরে ফেলে র‍্যাব। এসময় কৌশলে দু’জন আসামি পালিয়ে যায়।

[৭] তিনি আরো জানান, এসময় আটক আসামিদের হাতে থাকা কাপড়ের ব্যাগ এবং সিএনজি তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং সিএনজিটি জব্দ করা হয়। পরে আটককৃত ৩ আসামিকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

[৮] আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়