শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০২:২৭ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ তিন কারবারি আটক

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

[৩] বুধবার (৭ জুলাই ) রাত ১১ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

[৪] আটক মাদক কারবারিরা হলেন- উখিয়ার থাইংখালী রহমতের বিল এলাকার মোঃ মফিজ মিস্ত্রির ছেলে সরওয়ার আলম (২২), উত্তর রহমতের বিল এলাকার ছৈয়দ আহমদের পুত্র মোঃ মোবারক এবং ধামনখালী এলাকার মোঃ মিয়ার ছেলে আবদুল্লাহ আল মামুন।

[৫] র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বৃহস্পতিবার (৮জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

[৬] তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল মাদকদ্রব্য বিক্রির খবর পেয়ে উখিয়ার থাইংখালী বাজার সংলগ্ন থাইংখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে টেকনাফ থেকে একটি সিএনজি চেকপোস্টের সামনে আসলে র‍্যাব সদস্যগণ সিএনজিটি থামানোর সংকেত দিলে কতিপয় ব্যক্তি সিএনজি থেকে নেমে কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ৫ জনের ৩ জনকে ধরে ফেলে র‍্যাব। এসময় কৌশলে দু’জন আসামি পালিয়ে যায়।

[৭] তিনি আরো জানান, এসময় আটক আসামিদের হাতে থাকা কাপড়ের ব্যাগ এবং সিএনজি তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং সিএনজিটি জব্দ করা হয়। পরে আটককৃত ৩ আসামিকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

[৮] আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়