শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের সর্বোচ্চ বালির প্রাসাদ নির্মাণ করলো ডেনমার্ক

লিহান লিমা: [২] গত সপ্তাহে ডেনমার্কে বিশ্বের সবচেয়ে উঁচু বালির প্রাসাদ তৈরি সম্পন্ন হয়েছে। উত্তর ডেনমার্কের সমুদ্রতীরবর্তী শহর বেলখাসে নির্মিত বালির এই প্রাসাদটি ২১.১৬ মিটার উঁচু। প্রাসাদটি তৈরিতে প্রায় ৪,৮৬০ টন বালি ব্যবহার করা হয়েছে। পুরো প্রাসাদটি মিশরের পিরামিডের আদলে তৈরি করা ও নান্দনিক কারুকাজখচিত। গার্ডিয়ান

[৩]গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ২০১৯ সালে জার্মানিতে নির্মিত সবচেয়ে যে উঁচু বালির প্রাসাদটির উল্লেখ আছে তার চাইতে ডেনমার্কের এই প্রাসাদটি আরও ৩.৫ মিটার উঁচু।

[৪]বিশ্বের ৩০জন সেরা প্রতিভাধর ভাস্কর্যবিদ যুক্ত হয়েছিলেন এই প্রকল্পে। ওলন্দাজ শিল্পী উইলফ্রেড স্টিগারের পরিচালনায় একটি কাঠের কাঠামোর মাধ্যমে এই প্রাসাদটি তৈরি করা হয়েছে। তিনি জানান, মহামারী শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে করোনা ভাইরাস যে প্রভাব বিস্তার করেছে তা তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এই প্রাসাদের বিভিন্ন স্থানেই রয়েছে করোনার ভাইরাসের প্রতিকৃতি, চূড়ায় দেখা যাচ্ছে, করোনা ভাইরাস মাথায় মুকুট পরে আছে। স্টিগার বলেন, ‘এটি সর্বত্র আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করেছে। এটি বলছে আপনার কি করা উচিত, এটি আপনাকে পরিবার থেকে দূরে থাকতে বলছে, পছন্দের স্থানগুলো থেকে দূরে থাকতে ও ঘরে থাকতে বলছে।

[৫]শীত ও শরতের বাতাস থেকে এই প্রাসাদকে সুরক্ষার জন্য বালিতে ১০ শতাংশ কাদামাটি ও আঠার স্তর দেয়া হয়েছে। আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি বা মার্চে ভারী তুষারপাতের আগ পর্যন্ত এই প্রাসাদটি দণ্ডায়মান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়