শিরোনাম
◈ ইরান সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চাইলেন রেজা পাহলভি ◈ গ্রিনল্যান্ড দখলে মরিয়া ট্রাম্প: বিরোধিতা করলে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের সর্বোচ্চ বালির প্রাসাদ নির্মাণ করলো ডেনমার্ক

লিহান লিমা: [২] গত সপ্তাহে ডেনমার্কে বিশ্বের সবচেয়ে উঁচু বালির প্রাসাদ তৈরি সম্পন্ন হয়েছে। উত্তর ডেনমার্কের সমুদ্রতীরবর্তী শহর বেলখাসে নির্মিত বালির এই প্রাসাদটি ২১.১৬ মিটার উঁচু। প্রাসাদটি তৈরিতে প্রায় ৪,৮৬০ টন বালি ব্যবহার করা হয়েছে। পুরো প্রাসাদটি মিশরের পিরামিডের আদলে তৈরি করা ও নান্দনিক কারুকাজখচিত। গার্ডিয়ান

[৩]গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ২০১৯ সালে জার্মানিতে নির্মিত সবচেয়ে যে উঁচু বালির প্রাসাদটির উল্লেখ আছে তার চাইতে ডেনমার্কের এই প্রাসাদটি আরও ৩.৫ মিটার উঁচু।

[৪]বিশ্বের ৩০জন সেরা প্রতিভাধর ভাস্কর্যবিদ যুক্ত হয়েছিলেন এই প্রকল্পে। ওলন্দাজ শিল্পী উইলফ্রেড স্টিগারের পরিচালনায় একটি কাঠের কাঠামোর মাধ্যমে এই প্রাসাদটি তৈরি করা হয়েছে। তিনি জানান, মহামারী শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে করোনা ভাইরাস যে প্রভাব বিস্তার করেছে তা তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এই প্রাসাদের বিভিন্ন স্থানেই রয়েছে করোনার ভাইরাসের প্রতিকৃতি, চূড়ায় দেখা যাচ্ছে, করোনা ভাইরাস মাথায় মুকুট পরে আছে। স্টিগার বলেন, ‘এটি সর্বত্র আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করেছে। এটি বলছে আপনার কি করা উচিত, এটি আপনাকে পরিবার থেকে দূরে থাকতে বলছে, পছন্দের স্থানগুলো থেকে দূরে থাকতে ও ঘরে থাকতে বলছে।

[৫]শীত ও শরতের বাতাস থেকে এই প্রাসাদকে সুরক্ষার জন্য বালিতে ১০ শতাংশ কাদামাটি ও আঠার স্তর দেয়া হয়েছে। আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি বা মার্চে ভারী তুষারপাতের আগ পর্যন্ত এই প্রাসাদটি দণ্ডায়মান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়