শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের সর্বোচ্চ বালির প্রাসাদ নির্মাণ করলো ডেনমার্ক

লিহান লিমা: [২] গত সপ্তাহে ডেনমার্কে বিশ্বের সবচেয়ে উঁচু বালির প্রাসাদ তৈরি সম্পন্ন হয়েছে। উত্তর ডেনমার্কের সমুদ্রতীরবর্তী শহর বেলখাসে নির্মিত বালির এই প্রাসাদটি ২১.১৬ মিটার উঁচু। প্রাসাদটি তৈরিতে প্রায় ৪,৮৬০ টন বালি ব্যবহার করা হয়েছে। পুরো প্রাসাদটি মিশরের পিরামিডের আদলে তৈরি করা ও নান্দনিক কারুকাজখচিত। গার্ডিয়ান

[৩]গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ২০১৯ সালে জার্মানিতে নির্মিত সবচেয়ে যে উঁচু বালির প্রাসাদটির উল্লেখ আছে তার চাইতে ডেনমার্কের এই প্রাসাদটি আরও ৩.৫ মিটার উঁচু।

[৪]বিশ্বের ৩০জন সেরা প্রতিভাধর ভাস্কর্যবিদ যুক্ত হয়েছিলেন এই প্রকল্পে। ওলন্দাজ শিল্পী উইলফ্রেড স্টিগারের পরিচালনায় একটি কাঠের কাঠামোর মাধ্যমে এই প্রাসাদটি তৈরি করা হয়েছে। তিনি জানান, মহামারী শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে করোনা ভাইরাস যে প্রভাব বিস্তার করেছে তা তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এই প্রাসাদের বিভিন্ন স্থানেই রয়েছে করোনার ভাইরাসের প্রতিকৃতি, চূড়ায় দেখা যাচ্ছে, করোনা ভাইরাস মাথায় মুকুট পরে আছে। স্টিগার বলেন, ‘এটি সর্বত্র আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করেছে। এটি বলছে আপনার কি করা উচিত, এটি আপনাকে পরিবার থেকে দূরে থাকতে বলছে, পছন্দের স্থানগুলো থেকে দূরে থাকতে ও ঘরে থাকতে বলছে।

[৫]শীত ও শরতের বাতাস থেকে এই প্রাসাদকে সুরক্ষার জন্য বালিতে ১০ শতাংশ কাদামাটি ও আঠার স্তর দেয়া হয়েছে। আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি বা মার্চে ভারী তুষারপাতের আগ পর্যন্ত এই প্রাসাদটি দণ্ডায়মান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়