শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা কালেও উকিলদের আয় বৃদ্ধি পেয়েছে ৪০ শতাংশ

বিশ্বজিৎ দত্ত: [২] করোনার প্রথম ধাক্কায় উকিলদের আয় কমে গিয়েছিল। চলতি বছরে উকিলদের আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০ শতাংশ। ধারণা করা হয়েছিল করোনার কারণে কোট বন্ধ থাকায় উকিলদের আয় কমে যাবে কিন্তু রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ি তাদের আয় বৃদ্ধি পেয়েছে।

[৩] বোর্ড সূত্রে জানা যায়, দেশের ৮০ ভাগ উকিল আয় কর দেন কর অঞ্চল ৮ এ । সুতরাং এই অঞ্চলের করের পরিমাণ দিয়েই অনুমান করা যায় উকিলদের আয় বৃদ্ধি কমার হিসাব করা যায়। ২০১৮ সালে কর অঞ্চল ৮এর আয় কর আদায়ের পরিমাণ ছিল প্রায় ২০০০ কোটি টাকা। কিন্তু ২০১৯ সালে এই আয় বৃদ্ধি পায়নি। এই হিসাবে গত ১ বছরে আয় বৃদ্ধি না পাওয়ার মানেই হলো আয় কমে যাওয়া। ২০২০ সালে এই আয় আবার বৃদ্ধি পেয়ে ২৮০০ কোটি টাকা হয়েছে। অর্থাৎ গত বছরের চেয়ে এবার প্রায় ৮০০ কোটি টাকা আয় বৃদ্ধি পেয়েছে। শতকরা হিসাবে এই বৃদ্ধির পরিমাণ প্রায় ৪০ শতাংশ।

[৪] এ বিষয়ে করাঞ্চল ৮এর কমিশনার কামরুল হাসান জানান, ২০২০ সালে শুধুমাত্র উৎস্যের কর বৃদ্ধি পেয়েছে ৩৫ শতাংশ। যার মধ্যে রয়েছে বিল পরিশোধ, এনডোর্সমেন্ট এরসব বিষয়। তার মানেই হলো অর্থনীতি যতটা স্থবীরভাবা হয়েছিল আসলে ততটা ছিল না। বিল পরিশোধ করার মানে হলো ব্যবসা হয়েছে। আর উৎস্যেকর এসব জায়গা থেকেই এসেছে। এর ছাড়া অনেক নতুন করাদাতা এসেছেন। এটিও অর্থনীতিতে আয় বৃদ্ধির ইঙ্গিত করে। কারণ নতুন করদাতারা যা আয় করেছেন তা করযোগ্য হয়েছে বলেই তিনি কর দিচ্ছেন। এবারে কর বৃদ্ধির আরাে একটি বড় কারণ কারো টাকাকে সাদা করার সুযোগ দেয়া। কর অঞ্চল ৮এ এই খাত থেকেই ১৬০ কোটি টাকা কর আহরণ করা হয়েছে। কোম্পানির বাইরে ব্যক্তি আয়করও বৃদ্ধি পেয়েছে।

[৫] এ বিষয়ে এডভোকেট প্রকাশ বিশ্বাস জানান, করোনায় সব উকিলের আয় বেড়েছে এটি ঠিক না। আয়করের সঙ্গে যুক্ত উকিলদের আয় বৃদ্ধি পেয়েছে। কারণ তারা এই সময়ে কালোটাকা সাদা করার বিষয়ে কাজ করেছেন। কোম্পানি বা ব্যাংকের সঙ্গেযুক্ত উকিলদের আয় বেড়েছে। কিন্তু সাধারণ মামলা মোকদ্দমা বন্ধ থাকায় বেশির ভাগ উকিলে আয় কমেছে। বিশেষ করে মফস্বল এলাকার উকিলদের অবস্থা খুবই খারাপ। তাছাড়া একজন উকিলের সঙ্গে তার একটি অফিস থাকে। সেখানেও অনেকে কাজ করেন। তাদের কথা বিবেচনা করলে করোনার সময়ে সবচেয়ে খারাপ রয়েছে তারাই। বড় কোম্পানির উকিল, উচ্চ আদালতের বড় উকিল আন্তর্জাতিক সংস্থার উকিল তাদের আয় এই সময়ে বৃদ্ধি পেয়েছে। কারণ তাদের ক্ল্যায়েন্টরা নির্ধারিত। বরংচ এই সময়ে তাদের বাইরের খরচ কম হয়েছে। অফিস খরচ কম হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়