শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর কালুখালীতে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

মোঃ ইউসুফ মিয়া : [২] উপজেলার বড় সাওরাইল গ্রামে চাঁদাদাবীর মামলায় পুলিশ অস্ত্রগুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কালুখা‌লি থানা পু‌লিশ।

[৩] বুধবার সকালে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান বলেন, কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের মোঃ মকছেদ আলী মন্ডলের বাড়ীতে গত ২৯ জুন রাত পৌনে ১২টার দিকে একদল দুবৃত্ত নিজেদের মুখমন্ডল ঢেকে ২লাখ টাকা চাঁদা দাবি করে।

[৪] এছাড়া মকছেদ আলী মন্ডল, তার ছেলে আরিফুল ইসলাম আরিফ, ভাই আঃ সালাম, ভাতিজা সবুজকে মারপিট করাসহ ভয়ভীতি প্রদর্শন ও হুম‌কি দি‌য়ে চলে যায়।

[৫] এ ঘটনায় ৩০জুন কালুখালী থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর বড় সাওরাইল গ্রামের মিরাজ মন্ডল ওরফে সলকার ছেলে তারু মন্ডল (৩২) কে মঙ্গলবার দুপুর সোয়া ১টার সময় পাংশা থানার পিপুলবাড়ীয়া এলাকা থেকে গ্রেফতার করে।

[৬] তারু মন্ডলকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের আব্দুল আজিজ ফকিরের ছেলে মীর কাসেম ফকির (৩২) ও আব্দুল আজিজ মন্ডলের ছেলে মজনু মন্ডল (৪৫) নাম প্রকাশ করলে তাদেরকে বড় সাওরাইল গ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।

[৭] তারা জিজ্ঞাসাবাদে আরো জানায়, ঘটনায় ব্যবহৃত অস্ত্র বড় সাওরাইল গ্রামের রশিদ শেখের বাড়ীর লাকড়ি ঘরের মাচার গব‌রের ঘষির ভেতর রাখা আছে। কালুখালী থানা পুলিশের অভিযানিকদল রাতভর অভিযান চালিয়ে একটি সচল দোনালা বন্ধুক, একটি সচল একনলা বন্ধুক, ২টি নীল রংয়ের তাজা কার্তুজ উদ্ধার করে।

[৮] তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবহার করে কালুখালী থানা, পাংশা থানা ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের জেলায় চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ধরণের অপরাধ করে আসছিল। অস্ত্র উদ্ধারের ঘটনায় কালুখালী থানায় বুধবার অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের নামে রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

[৯] প্রেস ব্রিফিংকালে উপ‌স্থিত ছি‌লেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও ওয়ান শাহিদুর রহমান, কালুখালী থানার ওসি নাজমুল হাসান, রাজবাড়ী ডিবির ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়