মাহিন সরকার : [২] বাংলাদেশ ক্রিকেট দল সকালের সেশনে ৭০ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। জিম্বাবুয়ের পেসাররা বল হাতে দ্যুতি ছড়িয়ে স্বাগতিক শিবিরকে এগিয়ে রেখেছেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকাল লাগাম টেনেছেন তারা। তাতে সকালের সেশনটা নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে।
[৩] ৮ রানে ২ উইকেট হারিয়ে হারারে টেস্টের শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধারের কাজ করছেন মুমিনুল ও সাদমান। তবে নিজের ইনিংস বড় করতে পারেননি ওপেনার সাদমান। বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভারের ফুলার লেন্থ বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ¯িøপে ক্যাচ দেন ২৩ রান করা সাদমান। ৬৪ বলে ৪ বাউন্ডারিতে সাজান নিজের ইনিংস। মুমিনুল ও সাদমানের জুটিতে এসেছিল ৬০ রান।
[৪] সংক্ষিপ্ত স্কোর: ৭০/৩ (২৩ ওভার) মুমিনুল হক ৩২* , মুশফিকুর রহিম ১*।