সমীরণ রায়: [২] দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ভূকম্পনের উৎপত্তিস্থলের দূরত্ব ২৪২ কিলোমিটার। উৎপত্তিস্থল ভারতের আসামের কাছাকাছি লাখীপুরে।
[৩] বুধবার সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, সকাল রাজধানী ৯টা ১৫ মিনিট ২৪ সেকেন্ডে দেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ৫ দশমিক ২ মাত্রায় মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে।
[৪] যুক্তরাষ্ট্রের ভূতাত্তি¡ক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল আসামের কাছাকাছি লাখীপুর।
[৫] ইউরোপিয়ান মেজারমেন্ট সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল মেঘালয়ে। বাংলাদেশের শেরপুর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১০৭ কিলোমিটার।
[৬] ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে আসাম ও মেঘালয়ে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২। উৎপত্তিস্থল আসামের গোয়ালপাড়া। ভূমিকম্প অনুভূত হয় দেশটির উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে কম্পন অনুভূত হয়।