সুজন কৈরী : [২] রাজধানীর চকবাজারের বড় কাটারা এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে ৩ হাজার ২৯৯ পিস বিভিন্ন প্রকারের আতশবাজিসহ ২ জনকে আটক করেছে র্যাব-১০। আটকরা হলেন- হৃদয় হোসেন (২০) ও সংযম হোসেন (২৩)।
[৩] সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানিয়েছে, অভিযানকালে আটকদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ১২০ টাকা উদ্ধার করা হয়েছে।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র্যাব জানতে পেরেছে, তারা বেশ কিছুদিন ধরে চকবাজারসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজিসহ অন্যান্য বিষ্ফোরক দ্রব্য সরবরাহ করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।