রাকিবুল আবির: [২] রোববারের তুলনায় অনেকটাই কমেছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৯৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ৮৫ হাজার ২২৯। এনডিটিভি
[৩] একই সঙ্গে শনিবারের তুলনায় মৃত্যুর সংখ্যাও অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭২৩ জনের। এনিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭২৮।
[৪] গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪২ হাজার ৩৫২ জন করোনা রোগী।
[৫] আনন্দবাজারের তথ্য অনুযায়ী, অন্যান্য রাজ্যের মধ্যে কেরালায় বর্তমানে দৈনিক সংক্রমণ বেশি। গত ২৪ ঘণ্টায় কেরালায় দৈনিক সংক্রমণের সংখ্যা ১২ হাজার ১০০। একই সঙ্গে মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের সংখ্যা ৫ হাজার ৬৫২, তামিল নাড়ুতে ৩,৮৬৭ জন এবং অন্ধ্রপ্রদেশে ৩,১৭৫ জন। এই মুহূর্তে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৭১। সম্পাদনা: সুমাইয়া ঐশী