শিরোনাম
◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেকর্ডে মিতালিকে শচীনের সঙ্গে এক আসনে বসিয়েছে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : [২] ছেলেদের ক্রিকেটে ব্যাটিংয়ের যত রেকর্ড তার বেশিরভাগই নিজের দখলে রেখে লড়াই ছেড়েছেন শচীন টেন্ডুলকার। নারী ক্রিকেটে সে পথেই ছুটছেন মিতালি রাজ। শনিবার ৩ জুলাই ইংল্যান্ড নারী দলের বিপক্ষে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলার পথে নিজের ঝাঁপিতে আরও একটি অর্জন যোগ করেছেন ভারতীয় নারী দলের অধিনায়ক। এর পরেই মিতালিকে শচীনের সঙ্গে এক আসনে বসিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

[৩] ইংলিশ নারী দলের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের আগের দুই ম্যাচে নিজে অর্ধশতক হাঁকালেও দলকে জেতাতে পারেনি মিতালি। শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর লক্ষ্য। সে মঞ্চটি নিজের করে নিয়েছেন মিতালি। একাধিক রেকর্ড গাড়ার পাশাপাশি ইতিহাসে নাম তুলেছেন এই ডানহাতি ব্যাটার।

[৪] ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ৮৬ বলে অপরাজিত ৭৫ রানে ইনিংস খেলেন মিতালি। ইনিংসটি খেলার পথে সাবেক ইংলিশ তারকা শারলট এডওয়ার্ডসকে পিছনে ফেলে তিন ফরম্যাটে সর্বোচ্চ রানের (১০,২৭৩) মালকিন হয়ে যান ৩৮ বছর বয়সী মিতালি। বিশ্বের এই দুই মহিলা ক্রিকেটারের ঝুলিতেই রয়েছে ১০ হাজার আন্তর্জাতিক রান। এমনকি মেয়েদের ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৮ হাজার রানও নেই আর কারও।

[৫] শুধু এই অর্জনই নয়। খেলোয়াড়ী জীবনে কিংবদন্তি হয়ে ওঠা মিতালির সঙ্গে রেকর্ড বইয়ের মিতালি আরও অনেক জায়গায়। যেমনটি করে দেখিয়েছেন শচীন টেন্ডুলকার। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি (৮৭) ফিফটি ছোঁয়া ইনিংসও মিতালির দখলে।একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ হাজার ৩০৪ রান আছে তার দখলে। এই ফরম্যাটে তার দখলে আছে ৬৫টি ফিফটি, এখানেও চূড়ায় বসেছেন মিতালি। সঙ্গে টানা সাত ওয়ানডেতে ফিফটি করা একমাত্র ব্যাটারও তিনি।

[৬] অধিনায়ক হিসেবেও বেশ সফল মিতালি। নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটি (৫৪) ছোঁয়া ইনিংস ইনিংস তার দখলে। এই ফরম্যাটে দলের দায়িত্ব নিয়ে এনে দিয়েছেন সর্ব্বোচ্চ ৮৪টি জয়। ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি, ৪ হাজার ৮১৮ রান মিতালির দখলে। এছাড়াও একাধিক রেকর্ডে নিজের নাম উজ্জ্বল করেছেন ভারতীয় নারী দলের অধিনায়ক মিতালি রাজ। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়