[১] টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু
আরমান কবীরঃ[২] টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে ৭ জন এবং করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দীন খান রবিবার(৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
[৩] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৮১টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ দিন জেলায় শনাক্তের হার ৪০.৫৪ ভাগ।
[৪] অপরদিকে, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জানান, কঠোর লকডাউনের চতুর্থ দিনে সকাল থেকেই মাঠে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। জেলায় লকডাউন বাস্তবায়নে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর ৮শ’ সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে জেলার প্রবেশ পথ সহ বিভিন্ন পয়েন্টে ১১৩টি চেকপোস্ট বসিয়ে লকডাউন কার্যকর করা হচ্ছে।
[৫] তিনি আরো জানান, স্বাস্থ্য বিধি মানাতে শনিবার দিনভর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫৪ জন ব্যক্তিকে ৭১ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।