শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২১, ০৩:১২ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২১, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর কাঁঠালবাগানে ব্যাটারি চালিত ভ্যান উল্টে নিহত ১, আহত ১

মোস্তাফিজুর রহমান: কলাবাগান থানাধীন কাঁঠালবাগানের ঢালে ব্যাটারি চালিত ভ্যান উল্টে এক কাঁচামাল সবজি ব্যবসায়ী আব্দুল আজিজ(৩৩) নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন সাইফুল ইসলাম(৩২) আরেক ব্যবসায়ী। শনিবার (৩ জুলাই) দিবাগত রাত ১১টায় কাঁঠাল বাগানের ঢালে পদ্মা ডায়াগনস্টিক এর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

পথচারীরা গুরুতর আহত অবস্থায় দু জনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে একটায় আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান। তিনি বলেন নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত সাইফুল ইসলাম চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভ্যান ডাইভার আলম(৩২) সামান্য আহত হয়েছে। তাকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ভ্যান চালক আলম জানিয়েছেন, শ্যামবাজারের দুই কাঁচামাল ব্যাবসায়ী কে নিয়ে কাওরানবাজার যাচ্ছিলেন কাচামাল ক্রয়ের জন্য। যাওয়া পথে কাঁঠাল বাগানের ঢাল পদ্ম্যা ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তায় দ্রুত গামী ভ্যানটির সামনে দিয়ে একটি বিড়াল দৌড়ে যাওয়া সময়ে ভ্যানটির চাকার নিচে পড়ে।

এতে ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। তখন ভ্যানে বসে থাকা দু'জন ই ছিটকে পরে যায়। তাদের উপর ভ্যানটি পড়ে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে পথচারীদের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে আসি।

নিহতের ভাগ্নে সুমন জানান,শ্যামবাজার থেকে মামা কাঁচামাল ক্রয়ের জন্য কাওরান বাজারে যাচ্ছিলেন পথে দুর্ঘটনার শিকার হন।খবর পেয়ে ঢামেকে এসে মামাকে মৃত অবস্থায় দেখতে পাই।

মৃত আজিজ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার খোশালপুর গ্রামের মৃত মকু মিয়ার ছেলে। একছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি পরিবার গ্রামের বাড়িতে থাকেন। তিনি বর্তমান শ্যামবাজারে সেলিম হাজির আড়তে থাকতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়