শিরোনাম
◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৯:৫৭ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে বিধিনিষেধ অমান্য করায় ২২জনকে জরিমানা

মাজহারুল ইসলাম : [২] কঠোর বিধিনিষেধ কার্যকর করতে ও সকল মানুষকে সচেতন করতে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা ও উপজেলা প্রশাসন।

[৩] এসময় নির্দেশনা উপেক্ষা করে বিনা কারণে ব্যক্তিগত যানবাহনে চলাফেরার কারণে ৯ জনকে ১ হাজার ৯শ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

[৪] শনিবার (৩ জুলাই) বিকেল ৪টার সময় টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে টাঙ্গাইল জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী তাদের জরিমানা প্রদান করেন।

[৫] এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় বিধিনিষেধ অমান্য ও দোকান খোলার রাখার অভিযোগে ১৩জনকে ১৭ হাজার ৭শত টাকা জরিমানা প্রদান করেন। এতে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বমোট ১৯ হাজার ৬শত টাকা জরিমানা করেন।

[৬] টাঙ্গাইল জেলা প্রশাসন কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী বলেন, আইন মানুন, বাসায় নিরাপদে থাকুন, লকডাউন কেমন হচ্ছে তা দেখতে আসার দরকার নেই। সরকারি আদেশ বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টিম মাঠে আছে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়