শিরোনাম
◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৯:৫৭ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে বিধিনিষেধ অমান্য করায় ২২জনকে জরিমানা

মাজহারুল ইসলাম : [২] কঠোর বিধিনিষেধ কার্যকর করতে ও সকল মানুষকে সচেতন করতে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে টাঙ্গাইল জেলা ও উপজেলা প্রশাসন।

[৩] এসময় নির্দেশনা উপেক্ষা করে বিনা কারণে ব্যক্তিগত যানবাহনে চলাফেরার কারণে ৯ জনকে ১ হাজার ৯শ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

[৪] শনিবার (৩ জুলাই) বিকেল ৪টার সময় টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে টাঙ্গাইল জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী তাদের জরিমানা প্রদান করেন।

[৫] এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় বিধিনিষেধ অমান্য ও দোকান খোলার রাখার অভিযোগে ১৩জনকে ১৭ হাজার ৭শত টাকা জরিমানা প্রদান করেন। এতে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বমোট ১৯ হাজার ৬শত টাকা জরিমানা করেন।

[৬] টাঙ্গাইল জেলা প্রশাসন কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী বলেন, আইন মানুন, বাসায় নিরাপদে থাকুন, লকডাউন কেমন হচ্ছে তা দেখতে আসার দরকার নেই। সরকারি আদেশ বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টিম মাঠে আছে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়