শিরোনাম
◈ স্প্যানিশ সুপার কাপেও পাওয়া যা‌বে না এমবাপে‌কে ◈ সাবেক ক্রিকেটার নয়, আ‌মি নি‌জে‌কে কোচ হিসেবে প‌রিচয় দি‌তে চাই: আব্দুর রাজ্জাক ◈ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে পা দেবেন তারেক রহমান, বরণে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা ◈ ৬.৭ ডিগ্রিতে নেমে এলো নওগাঁর তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন ◈ জকসু নির্বাচন: প্রাথমিক ফলাফলে ভিপি ও জিএস সহ শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ◈ হাদি হত্যায় চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের: রাষ্ট্রযন্ত্র জড়িত থাকার দাবি ◈ প্রশাসনের আশ্বাসে সুন্দরবনে নৌযান ধর্মঘট প্রত্যাহার ◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৯:১৯ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৯:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেনদেনের ঘটনায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা

সুজন কৈরী: রাজধানীর আশুলিয়ায় বৃদ্ধ রিকশাচালক জয়নাল আবেদীন (৬০) হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মো. রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। শনিবার রাজধানীর হাজারীবাগের বউবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার বিকেলে র‌্যাব-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নটির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম বলেন, নিহত জয়নাল একজন অটোরিকশা চালক। গত ১ জুলাই দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বের হন। রাত অনেক হয়ে গেলেও বাসায় না ফেরায় তার পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তাদের পাশের বাসার ভাড়াটিয়া রুবেলের কক্ষ তালাবন্ধ দেখে নিহতের পরিবারের সন্দেহ হয়। পরে রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে সে জানায় জয়নাল তার রুমে ঘুমাচ্ছেন। পরে ঘরের জানালা দিয়ে খাটের নিচে মরদেহ দেখতে পান নিহতের স্বজনরা। বিষয়টি থানা পুলিশকে জানালে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

[caption id="attachment_1404108" align="alignnone" width="1024"] ????????????????????????????????????[/caption]

তিনি আরও বলেন, এই ঘটনায় তদন্ত শুরু করে র‌্যাব-১। এরই প্রেক্ষিতে শনিবার সকালে র‌্যাব-১ এর একটি দল হাজারীবাগ থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাÐের দায় স্বীকার করেছেন।

জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছেন, তিনি রাজমিস্ত্রির কাজ করে। পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন। ১ জুলাই দুপুরের পর জয়নাল আবেদীন রুবেলের কক্ষে গিয়ে পাওনা টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল জয়নালকে বিছানায় ফেলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহ খাটের নিচে রেখে ঘর তালাবন্ধ করে পালিয়ে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়