এস.এম আকাশ : [২] ফরিদপুরের মধুখালীতে তৃতীয় দিনের মত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভুমিকা পালন করছে।
[৩] মধুখালী উপজেলার লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেন, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
[৪] শনিবার বেলা সাড়ে ১১ টায় মধুখালী রেলগেট এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোস্তফা মনোয়ার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
[৫] এ সময় উপজেলার মাঝকান্দীতে ৪টি ও রেলগেট এলাকায় ৫টি মোটরসাইকেল আরোহীকে অপ্রয়োজনে ঘোরাফেরার দায়ে ১৮৬০ সালের ১৮৮ ধারায় মোট ২১শ টাকা জরিমানা করা হয়। লকডাউন বাস্তবায়নে সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, যুগ্ম সাধারণ সম্পাদক আলীউজ্জামান খোকন সহায়তা করেন। সম্পাদনা : সাদেক আলী