মনিরুল ইসলাম : [২] আমরা চাই মধ্যরজনী পরীমুক্ত থাকুন। সংস্কৃতির সুদিন ফিরে আসুক। আমরাও মন্ত্রীর সাথে এই আশাবাদ ব্যক্ত করছি। এভাবেই আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।
[৩] শনিবার তিনি জাতীয় সংসদে ' চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাষ্ট -২০২১ বিলের ওপর তার আনীত যাচাই- বাছাই আলোচনায় অংশ নিয়ে পীর ফজলুর রহমান এ কথা বলেন।
[৪] তিনি বলেন, মাননীয় মন্ত্রী বলেছেন আমাদের সংস্কৃতির সুদিন আসবে। চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। সিনেমা হল আধুনিক হবে। যারা চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত ওই সব শিল্পীদের স্বার্থে এ বিল আনা হয়েছে।
[৫] তিনি আরও বলেন, এই বিলটি একটি মহৎ বিল নিঃসন্দেহে। আমরাও একে সমর্থন করি। তবে আমরা আশা করবো এ শিল্প আবার তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। তবে আমরা আশা করবো মধ্যরজনী পরীমুক্ত হবে। আমাদের অনেক ভালো শিল্পী আছেন। তাদের কল্যাণে এই বিল কাজে আসবে।