নুরে আলম: [২] ২৬ জুন জম্মুতে অবস্থিত ভারতীয় বিমানঘাঁটিতে ড্রোন হামলার দিনই পাকিস্তানের অবস্থিত ভারতীয় দূতাবাসের উপরে ড্রোন উড়তে দেখা গেছে। এর প্রায় এক সপ্তাহ পর আজ শুক্রবার (২ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। হিন্দুস্থান টাইমস
[৩] তারা জানিয়েছে, দূতাবাস কমপ্লেক্সের উপর ড্রোন উড়তে দেখার সঙ্গে সঙ্গে পাকিস্তান সরকারকে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তান ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে।
[৪] উল্লেখ্য, ২৬ জুন রাতে জম্মুতে ভারতীয় বিমানঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ হামলায় অন্তত দুই জন ভারতীয় বিমান বাহিনীর সদস্য আহত হয়েছেন। ভারতের সেনাবাহিনী এ ঘটনার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গীগোষ্ঠো লস্কর-ই-তয়িবাকে দায়ী করেছে।