শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালালে ফুলের টবে মিললো কোটি টাকার স্বর্ণ, যাত্রী আটক

সুজন কৈরী : [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর সঙ্গে থাকা ফুলের টব থেকে এক কোটি ৬ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। আটক যাত্রী হলেন- জসিম মিয়া।

[৩] শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করা হয়। আটকৃতের বাড়ি নরসিংদী জেলায়।

[৪] ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার আব্দুস সাদেক বলেন, জাজিরা এয়ারওয়েজের একজন যাত্রীর মাধ্যমে স্বর্ণ পাচারের তথ্যে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। সৌদি আরব থেকে ছেড়ে আসা জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহ হওয়ায় ওই ফ্লাইটের যাত্রী জসিম মিয়াকে আটক করা হয়।

[৫] তার কাছে কোনো স্বর্ণ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে তার কাছে থাকা ব্যাগেজ ও ফুলের টব স্ক্যানিং করা হয়। ফুলের টবে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। এরপর যাত্রী ও তার সঙ্গে মালামাল ব্যাগেজ কাউন্টারে নিয়ে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তল্লাশি করা হয়। এ সময় ফুলের টবে লুকানো অবস্থায় দুটি স্বর্ণদণ্ড পাওয়া যায়। যার ওজন প্রায় এক কেজি ৬০০ গ্রাম। আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬ লাখ টাকা।

[৬] কাস্টমস কর্মকর্তা আব্দুস সাদেক বলেন, আটক পণ্যের বিষয়ে স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার স্বর্ণ রাষ্ট্রীয় গুদামে জমা দেওয়া হয়েছে। সেই সঙ্গে চোরাচালানের অভিযোগে আটক যাত্রীকে থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়