শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালালে ফুলের টবে মিললো কোটি টাকার স্বর্ণ, যাত্রী আটক

সুজন কৈরী : [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর সঙ্গে থাকা ফুলের টব থেকে এক কোটি ৬ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। আটক যাত্রী হলেন- জসিম মিয়া।

[৩] শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করা হয়। আটকৃতের বাড়ি নরসিংদী জেলায়।

[৪] ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার আব্দুস সাদেক বলেন, জাজিরা এয়ারওয়েজের একজন যাত্রীর মাধ্যমে স্বর্ণ পাচারের তথ্যে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। সৌদি আরব থেকে ছেড়ে আসা জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছায়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহ হওয়ায় ওই ফ্লাইটের যাত্রী জসিম মিয়াকে আটক করা হয়।

[৫] তার কাছে কোনো স্বর্ণ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে তার কাছে থাকা ব্যাগেজ ও ফুলের টব স্ক্যানিং করা হয়। ফুলের টবে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। এরপর যাত্রী ও তার সঙ্গে মালামাল ব্যাগেজ কাউন্টারে নিয়ে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তল্লাশি করা হয়। এ সময় ফুলের টবে লুকানো অবস্থায় দুটি স্বর্ণদণ্ড পাওয়া যায়। যার ওজন প্রায় এক কেজি ৬০০ গ্রাম। আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬ লাখ টাকা।

[৬] কাস্টমস কর্মকর্তা আব্দুস সাদেক বলেন, আটক পণ্যের বিষয়ে স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার স্বর্ণ রাষ্ট্রীয় গুদামে জমা দেওয়া হয়েছে। সেই সঙ্গে চোরাচালানের অভিযোগে আটক যাত্রীকে থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়