জাহিদুল হক : [২] মানিকগঞ্জে শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৯ সেন্টিমিটার পানি বেড়েছে। শুক্রবার ( ২ জুলাই) সকাল ১০ টার দিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
[৩] মো.ফারুক হোসেন বলেন, যমুনা নদীর আরিচা পয়েন্টে প্রতিদিন ৩ থেকে ৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেতো। তবে গত তিন দিন যাবত বৃষ্টি ও উজানের ঢলে এ পয়েন্টে ৮ থেকে ১০ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় এ পয়েন্টে ৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ দশমিক ৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
[৪] এ পয়েন্টে পানি বৃদ্ধির হার বাড়লেও বিপৎসীমার ১ দশমিক ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ